সরকারের
উপদেষ্টারা
বৈষম্যহীন
বাংলাদেশের
প্রতিশ্রুতি
দিয়ে
ক্ষমতায়
এসেছেন।
কিন্তু
তাঁরা
ঠিক
আগের
সরকারের
মতো
কথা
বলছেন।
জনগণের
সঙ্গে
প্রতারণা
করার
তৎপরতাও
তাঁদের
মধ্যে
দেখা
যাচ্ছে।
জনগণের
সম্পদ
বিদেশিদের
দিয়ে
দেওয়ার
নানা
রকম
গোপন
ও
প্রকাশ্য
তৎপরতা
চালাচ্ছেন
তাঁরা।
সোমবার
বিকেলে
রাজধানীর
জাতীয়
প্রেসক্লাবের
জহুর
হোসেন
চৌধুরী
মিলনায়তনে
বাংলাদেশের
সমাজতান্ত্রিক
দলের
(বাসদ)
নেতা
আ
ফ
ম
মাহবুবুল
হকের
অষ্টম
মৃত্যুবার্ষিকীতে
আলোচনা
সভায়
তিনি
এ
কথাগুলো
বলেন।
অন্তর্বর্তী
সরকারের
উদ্দেশে
অধ্যাপক
আনু
মুহাম্মদ
বলেন,
চট্টগ্রাম
বন্দর
একটা
লাভজনক
প্রতিষ্ঠান,
সেটা
বিদেশি
কোম্পানিকে
দিয়ে
দিচ্ছেন।
টেন্ডার
ছাড়া
শেখ
হাসিনা
এই
কোম্পানিকে
এর
দায়িত্ব
দিতে
চেয়েছিলেন।
শেখ
হাসিনার
অসমাপ্ত
প্রকল্প
বাস্তবায়ন
করতে
সরকারের
জোরজবরদস্তি
দেখা
যাচ্ছে।
প্রধান
উপদেষ্টা
হুমকি
দিয়েছেন,
‘যারা
বিরোধিতা
করছে,
তাদের
প্রতিহত
করতে
হবে।
আমাদের
যে
পরিবহন
উপদেষ্টা
আছেন,
তিনি
এমন
সব
কথাবার্তা
বলছেন,
যেগুলোর
অর্থ
দাঁড়ায়
জোরজবরদস্তি
করে
এসব
প্রকল্প
বাস্তবায়ন
করা।’
এডমিন 










