চার
দশকের
বেশি
সময়
ধরে
নিরবচ্ছিন্ন
সংগ্রাম,
ত্যাগ
আর
আপসহীন
নেতৃত্বের
এক
দীর্ঘ
অধ্যায়
শেষে
দেশনেত্রী
বেগম
খালেদা
জিয়া
আমাদের
ছেড়ে
চলে
গেছেন।
শারীরিকভাবে
তিনি
আর
আমাদের
মধ্যে
নেই,
কিন্তু
তাঁর
জীবন,
আদর্শ
ও
সংগ্রাম
বাংলাদেশের
ইতিহাসে
এমনভাবে
মিশে
আছে,
যা
সহজে
মুছে
যাওয়ার
নয়।
সময়
যত
যাবে,
রাজনীতির
ভাষা
যত
বদলাবে,
বেগম
খালেদা
জিয়ার
নাম
ততই
উচ্চারিত
হবে
একজন
দৃঢ়চেতা,
সাহসী,
বিচক্ষণ
ও
মানবিক
নেত্রী
হিসেবে।
রাজনীতির
মাঠে
বেগম
খালেদা
জিয়া
ছিলেন
আপসহীন।
ব্যক্তিত্বে
ছিলেন
দৃঢ়।
সিদ্ধান্তে
ছিলেন
নির্ভীক।
আবার
মানুষ
হিসেবে
ছিলেন
গভীরভাবে
মানবিক।
রাষ্ট্রক্ষমতার
শীর্ষে
থেকেও
তিনি
সাধারণ
মানুষের
দুঃখ-কষ্ট
ভুলে
যাননি।
ক্ষমতায়
থাকুন
বা
বিরোধী
দলে—দেশের
মানুষের
অধিকার,
ভোটের
অধিকার
ও
গণতন্ত্রের
প্রশ্নে
তিনি
কখনো
পিছু
হটেননি।
আমি
দীর্ঘ
সময়
দেশনেত্রী
বেগম
খালেদা
জিয়ার
বিশেষ
সহকারী
হিসেবে
কাজ
করার
সুযোগ
পেয়েছি।
কাছ
থেকে
দেখেছি
তাঁর
ব্যক্তিগত
জীবন,
তাঁর
মানবিক
দিক।
তিনি
এমন
একজন
মানুষ,
যিনি
নিজের
জীবনকে
সম্পূর্ণভাবে
উৎসর্গ
করেছেন
এ
দেশের
মাটি
ও
মানুষের
জন্য।
এডমিন 


















