উনি
কি
এখনো
আপনার
স্বামী?—এমন
প্রশ্নের
জবাবে
দুই
সেকেন্ড
সময়
নিয়ে
মিথিলা
বলেন,
‘হ্যাঁ’।
পাসপোর্টে
তাঁর
নামটি
আছে?—মাথা
নেড়ে
মিথিলা
বলেন,
‘হ্যাঁ।’
২০১৯
সালের
ডিসেম্বরে
সৃজিতকে
বিয়ে
করেছেন
মিথিলা।
বিয়ের
পর
মেয়ে
আইরাকে
নিয়ে
কলকাতায়
থিতু
হয়েছিলেন
মিথিলা,
আইরাকে
কলকাতার
স্কুলে
ভর্তি
করিয়েছিলেন।
তবে
দুই
বছর
ধরে
মেয়েকে
নিয়ে
ঢাকায়
রয়েছেন
তিনি।
সৃজিত
মুখার্জির
সঙ্গে
মিথিলার
দূরত্ব
নিয়ে
আলোচনাও
রয়েছে।
একসঙ্গে
দুজনের
ছবিও
খুব
একটা
দেখা
যায়
না।
২০২৪
সালের
জুলাইয়ের
পর
মিথিলা
আর
কলকাতা
যাননি।
কেন
যাননি
জানতে
চাইলে
মিথিলা
বলেন,
‘ভিসা
নাই।’
এডমিন 




