ফিলিস্তিনের
পশ্চিম
তীরে
অবৈধ
বসতি
বাড়াতে
চান
ইসরায়েলের
প্রধানমন্ত্রী
বেনিয়ামিন
নেতানিয়াহু।
এই
পরিকল্পনা
আনুষ্ঠানিকভাবে
এগিয়ে
নিতে
একটি
চুক্তিতে
সই
করেছেন
তিনি।
চুক্তি
বাস্তবায়িত
হলে
দখলকৃত
পশ্চিম
তীর
দ্বিখণ্ডিত
হয়ে
যাবে।
ফলে
ভবিষ্যতে
কোনো
ফিলিস্তিন
রাষ্ট্র
গঠন
কার্যত
অসম্ভব
হয়ে
পড়বে।
নেতানিয়াহু
ওই
চুক্তিতে
সই
করেন
গত
বৃহস্পতিবার,
মালে
আদুমিম
বসতি
এলাকায়
একটি
অনুষ্ঠানে।
এলাকাটি
জেরুজালেমের
পূর্বে
অবস্থিত।
অনুষ্ঠানে
দম্ভ
প্রকাশ
করে
নেতানিয়াহু
বলেন,
‘কোনো
ফিলিস্তিন
রাষ্ট্র
থাকবে
না—এই
প্রতিশ্রুতি
পূরণ
করতে
যাচ্ছি
আমরা।
এই
জায়গা
আমাদের।’
ইসরায়েলের
নতুন
ওই
পরিকল্পনা
অনুযায়ী,
পশ্চিম
তীরে
অবৈধ
বসতি
স্থাপনকারীদের
জন্য
নতুন
৩
হাজার
৪০০টি
বাড়ি
নির্মাণ
করা
হবে।
এর
ফলে
পূর্ব
জেরুজালেম
থেকে
পশ্চিম
তীরের
বেশির
ভাগ
অংশ
বিচ্ছিন্ন
হয়ে
পড়বে।
ফিলিস্তিনিদের
কাছে
পূর্ব
জেরুজালেমের
বড়
গুরুত্ব
রয়েছে।
কারণ,
ভবিষ্যৎ
ফিলিস্তিন
রাষ্ট্রের
রাজধানী
হিসেবে
এই
এলাকা
চান
তাঁরা।
এডমিন 















