ইসরায়েলি
সেনানিয়ন্ত্রিত
এমন
একটি
এলাকা
গাজার
খান
ইউনিসের
উত্তরে
আল-কারায়া।
সেখানকার
বাসিন্দা
মোহাম্মদ
খালেদ
আবু
আল-হুসাইন।
হলুদ
সীমারেখার
পূর্ব
দিকে
তাঁদের
বাড়ি।
তিনি
বলেন,
‘আমরা
যখনই
বাড়ির
কাছাকাছি
যাই,
চারদিক
থেকে
গুলিবর্ষণ
করা
হয়।
কখনো
কখনো
ছোট
ছোট
ড্রোন
মাথার
ওপর
ওড়ে,
আমাদের
প্রতিটি
নড়াচড়া
পর্যবেক্ষণ
করে।
মনে
হয়,
যুদ্ধ
যেন
আমার
জন্য
এখনো
শেষ
হয়নি।
যুদ্ধবিরতির
অর্থই
বা
কী,
যদি
আমি
এখনো
আমার
ঘরে
ফিরতে
না
পারি?’
গত
রোববার
ইসরায়েল
জোর
দিয়ে
বলেছে,
তারা
গাজার
নিরাপত্তার
ওপর
নিজেদের
নিয়ন্ত্রণ
বজায়
রাখবে।
প্রধানমন্ত্রী
বেনিয়ামিন
নেতানিয়াহু
তাঁর
মন্ত্রিসভার
সদস্যদের
জানিয়েছেন,
কখন
ও
কোথায়
শত্রুদের
ওপর
হামলা
চালানো
হবে,
ইসরায়েল
নিজেই
সে
বিষয়ে
সিদ্ধান্ত
নেবে।
যুদ্ধবিরতি
কার্যকর
হওয়ার
দুই
সপ্তাহ
পরেও
প্রতিদিন
গড়ে
২০
জনের
বেশি
ফিলিস্তিনি
নিহত
হন।
অনেকেই
হলুদ
রেখার
কাছাকাছি
নিহত
হয়েছেন।
ফলে
খুব
কম
বাস্তুচ্যুতই
ফিলিস্তিনি
নিয়ন্ত্রণাধীন
এলাকায়
ফিরে
যাচ্ছেন।
এডমিন 








