খোঁজ
নিয়ে
জানা
গেছে,
গাজীপুর
জেলা
কারাগারে
আসামি
হিসেবে
যিনি
বন্দী
আছেন,
কারাগারের
নথিতেও
তাঁর
নাম
সাত্তার
লেখা
আছে।
কিন্তু
ছবি
মেলাতে
গেলেই
ধরা
পড়ে
যায়
‘আয়নাবাজি’।
জেলে
থাকা
ব্যক্তির
প্রকৃত
পরিচয়
সাইফুল
ইসলাম।
তিনি
সাত্তারের
হয়ে
১৫
হাজার
টাকার
বিনিময়ে
কারাগারে
যান।
সাত্তারের
পরিচয়ে
কারাগারে
থাকা
সাইফুলের
বাবা
রহিম
বাদশা
বলেন,
‘জামিন
পাইয়ে
দেওয়ার
আশ্বাসে
১৫
হাজার
টাকার
বিনিময়ে
সাত্তারের
পরিবর্তে
হাজিরা
দিতে
গেছিল
সাইফুল।’
গাজীপুর
জেলা
কারাগারের
জেল
সুপার
মোহাম্মদ
রফিকুল
কাদের
সাংবাদিকদের
বলেন,
‘আসামি
এন্ট্রি
করার
সময়
সে
তাঁর
নাম
সাত্তার
বলেছে
তাই
সন্দেহ
করিনি।
পরে
জানার
পর
বায়োমেট্রিক
পরীক্ষা
করে
জানতে
পারি,
সে
আসলে
সাত্তার
নয়;
সাইফুল
ইসলাম।
বিষয়টি
আমরা
আদালতে
চিঠি
দিয়ে
অবগতি
করেছি।’
এডমিন 








