০৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সংকটাপন্ন পাঁচজন, নিহত বেড়ে ৩৩

  • Admin
  • Update Time : ০৮:০৮:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
  • 1

ভেতরে ঘুরে এসেছেন এমন একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা যায়, দোতলা যে ভবনে বিমান বিধ্বস্ত হয়েছে, সেটির সামনের খোলা জায়গা টিন দিয়ে বেড়া দেওয়া হয়েছে। ভেতরে ঢোকার জন্য বেড়ার মাঝে ছোট একটি ফটক রাখা হয়েছে। ভেতরে ঢুকে কেউ বিমান বিধ্বস্ত হওয়ার স্থানের ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন। স্থানটি দেখা শেষ হলে উৎসুক লোকজনকে দ্রুত চলে যেতে বলছেন শিক্ষাপ্রতিষ্ঠানটির কর্মীরা।

বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষাপ্রতিষ্ঠানটির বাইরে কথা হয় এরশাদ আলী নামের এক ব্যক্তির সঙ্গে। তিনি বিমান বিধ্বস্ত হওয়ার স্থানটি দেখে তখন বাইরে বেরিয়ে এসেছেন। সঙ্গে ছিল তাঁর ৮–১০ বছর বয়সী ছেলে আবদুর রহমান সিয়াম। তাঁদের বাসা রাজধানীর আজিমপুরে।

এরশাদ আলী প্রথম আলোকে বলেন, বিমান বিধ্বস্তের জায়গা, পোড়া স্কুল ভবন—এগুলো দেখেছেন।

বিকেলের দিকে উৎসুক জনতার ভিড় বাড়তে থাকে। একপর্যায়ে বিকেল পাঁচটার দিকে তাঁদের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়। লোকজন তখন শিক্ষাপ্রতিষ্ঠানটির ফটকের সামনে জড়ো হয়ে চিৎকার-চেঁচামেচি করেন। এ সময় ফটকে কেউ কেউ আঘাতও করেন। এরপর স্বেচ্ছাসেবক শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানটির ফটক থেকে কিছুটা দূরে রাস্তার ওপর একটি বাঁশ আড়াআড়ি করে ধরে রেখে উৎসুক জনতাকে আটকে রাখার চেষ্টা করেন।

Tag :

ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনে প্রশাসক নিয়োগ

সংকটাপন্ন পাঁচজন, নিহত বেড়ে ৩৩

Update Time : ০৮:০৮:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫

ভেতরে ঘুরে এসেছেন এমন একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা যায়, দোতলা যে ভবনে বিমান বিধ্বস্ত হয়েছে, সেটির সামনের খোলা জায়গা টিন দিয়ে বেড়া দেওয়া হয়েছে। ভেতরে ঢোকার জন্য বেড়ার মাঝে ছোট একটি ফটক রাখা হয়েছে। ভেতরে ঢুকে কেউ বিমান বিধ্বস্ত হওয়ার স্থানের ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন। স্থানটি দেখা শেষ হলে উৎসুক লোকজনকে দ্রুত চলে যেতে বলছেন শিক্ষাপ্রতিষ্ঠানটির কর্মীরা।

বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষাপ্রতিষ্ঠানটির বাইরে কথা হয় এরশাদ আলী নামের এক ব্যক্তির সঙ্গে। তিনি বিমান বিধ্বস্ত হওয়ার স্থানটি দেখে তখন বাইরে বেরিয়ে এসেছেন। সঙ্গে ছিল তাঁর ৮–১০ বছর বয়সী ছেলে আবদুর রহমান সিয়াম। তাঁদের বাসা রাজধানীর আজিমপুরে।

এরশাদ আলী প্রথম আলোকে বলেন, বিমান বিধ্বস্তের জায়গা, পোড়া স্কুল ভবন—এগুলো দেখেছেন।

বিকেলের দিকে উৎসুক জনতার ভিড় বাড়তে থাকে। একপর্যায়ে বিকেল পাঁচটার দিকে তাঁদের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়। লোকজন তখন শিক্ষাপ্রতিষ্ঠানটির ফটকের সামনে জড়ো হয়ে চিৎকার-চেঁচামেচি করেন। এ সময় ফটকে কেউ কেউ আঘাতও করেন। এরপর স্বেচ্ছাসেবক শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানটির ফটক থেকে কিছুটা দূরে রাস্তার ওপর একটি বাঁশ আড়াআড়ি করে ধরে রেখে উৎসুক জনতাকে আটকে রাখার চেষ্টা করেন।