হোয়াইট
হাউসের
মুখপাত্র
টেলর
রজার্স
বলেন,
‘আমাদের
সব
তেল
কোম্পানি
ভেনেজুয়েলায়
বড়
ধরনের
বিনিয়োগ
করতে
উন্মুখ।
তারা
ভেনেজুয়েলার
তেল
অবকাঠামো
পুনর্গঠন
করতে
চায়,
যা
মাদুরোর
শাসনামলে
ধ্বংস
হয়ে
গেছে।’
অবশ্য
এক্সন
মবিল,
শেভরন
এবং
কনোকো
ফিলিপসের
পক্ষ
থেকে
এ
বিষয়ে
তাৎক্ষণিক
কোনো
সাড়া
পাওয়া
যায়নি।
একজন
তেল
শিল্প
নির্বাহী
রয়টার্সকে
জানান,
কোম্পানিগুলো
প্রতিযোগীদের
সঙ্গে
মিলে
দলগতভাবে
এই
আলোচনায়
অংশ
নিতে
সংশয়ে
থাকতে
পারে।
কারণ,
বৈঠকে
বিনিয়োগ
পরিকল্পনা
ও
উৎপাদন
হার
নিয়ে
আলোচনা
করলে
ব্যবসায়িক
জোটবিরোধী
আইনের
লঙ্ঘন
হওয়ার
ঝুঁকি
থাকে।
গত
শনিবার
ভোররাতে
রাজধানী
কারাকাসে
এক
ঝটিকা
অভিযানে
নিকোলা
মাদুরোকে
আটক
করে
মার্কিন
বাহিনী।
এরপর
যুক্তরাষ্ট্রে
নিয়ে
গিয়ে
তাঁর
বিরুদ্ধে
কথিত
মাদক
পাচারের
অভিযোগ
আনা
হয়।
মাদুরোকে
আটকের
কয়েক
ঘণ্টা
পরেই
ট্রাম্প
আশা
প্রকাশ
করেন
যে,
মার্কিন
কোম্পানিগুলো
ভেনেজুয়েলায়
বিলিয়ন
বিলিয়ন
ডলার
বিনিয়োগ
করবে।
গত
দুই
দশকে
অব্যবস্থাপনা
ও
নিষেধাজ্ঞার
কারণে
দেশটির
জ্বালানি
তেল
উৎপাদন
এক-তৃতীয়াংশে
নেমে
এসেছে।
এডমিন 













