হাদিসে
এই
জিকিরের
বিশেষ
ফজিলত
উল্লেখ
করা
হয়েছে।
রাসুল
(সা.)
বলেছেন,
“যে
ব্যক্তি
প্রতিদিন
১০০
বার
‘সুবহানাল্লাহি
ওয়া
বিহামদিহি’
বলবে,
তার
গুনাহ
সমুদ্রের
ফেনার
চেয়েও
বেশি
হলেও
তা
মাফ
করে
দেওয়া
হবে।”
(সহিহ
বুখারি,
হাদিস:
৬৪০৫)।
আরেকটি
হাদিসে
আছে,
“আল্লাহর
কাছে
সবচেয়ে
প্রিয়
বাক্য
হলো
‘সুবহানাল্লাহি
ওয়া
বিহামদিহি’।”
(সহিহ
মুসলিম,
হাদিস:
২১৩৭)।
আরেক
হাদিসে
আছে,
“যে
ব্যক্তি
সুবহানাল্লাহি
ওয়া
বিহামদিহি’
বলে,
তার
জন্য
জান্নাতে
একটি
গাছ
রোপণ
করা
হয়।”
(জামে
তিরমিজি,
হাদিস:
৩৪৬৪)
হাদিসে
বর্ণিত
আছে,
রাসুল
(সা.)
বলেছেন,
“যে
ব্যক্তি
প্রতিদিন
সকালে
ও
সন্ধ্যায়
তিনবার
‘সুবহানাল্লাহি
ওয়া
বিহামদিহি’
বলবে,
সে
সব
ধরনের
বিপদ
থেকে
সুরক্ষিত
থাকবে।”
(সুনানে
তিরমিজি,
হাদিস:
৩৩৮৮)।