০৫:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদপুরে চারতলার কার্নিশে আটকে থাকা ছাত্রকে উদ্ধার করল ফায়ার সার্ভিস

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০১:২৩ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • 24

শিক্ষার্থীরা
বলেন,
মাদ্রাসাটিতে
শতাধিক
শিক্ষার্থী
আছে।
সবাই
ঘুমিয়ে
পড়ায়
ওই
শিশু
সেখানে
কীভাবে
গিয়েছিল,
তা
কেউ
বলতে
পারেনি।
ধারণা
করা
হচ্ছে,
সে
পালাতে
গিয়ে
জানালার
কার্নিশে
আটকে
পড়ে।
শিক্ষকেরা
ব্যর্থ
হলে
ফায়ার
সার্ভিসকে
খবর
দেওয়া
হয়।
পরে
ফায়ার
সার্ভিসের
সদস্যরা
ছাদ
থেকে
দড়ি
ফেলে
তাকে
উদ্ধার
করেন।

শিশুটির
মা
বলেন,
তাঁদের
বাড়ি
কচুয়া
উপজেলায়।
দুদিন
আগে
তিনি
ছেলেকে
হেফজ
বিভাগে
ভর্তি
করেন।
আজ
সকালে
এমন
খবর
পেয়ে
ঘটনাস্থলে
ছুটে
যান
তিনি।
ফায়ার
সার্ভিসের
সদস্যরা
তাঁর
সন্তানকে
সুস্থ
অবস্থায়
উদ্ধার
করায়
তিনি
কৃতজ্ঞতা
জানান।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

চাঁদপুরে চারতলার কার্নিশে আটকে থাকা ছাত্রকে উদ্ধার করল ফায়ার সার্ভিস

আপডেট সময়ঃ ১২:০১:২৩ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫

শিক্ষার্থীরা
বলেন,
মাদ্রাসাটিতে
শতাধিক
শিক্ষার্থী
আছে।
সবাই
ঘুমিয়ে
পড়ায়
ওই
শিশু
সেখানে
কীভাবে
গিয়েছিল,
তা
কেউ
বলতে
পারেনি।
ধারণা
করা
হচ্ছে,
সে
পালাতে
গিয়ে
জানালার
কার্নিশে
আটকে
পড়ে।
শিক্ষকেরা
ব্যর্থ
হলে
ফায়ার
সার্ভিসকে
খবর
দেওয়া
হয়।
পরে
ফায়ার
সার্ভিসের
সদস্যরা
ছাদ
থেকে
দড়ি
ফেলে
তাকে
উদ্ধার
করেন।

শিশুটির
মা
বলেন,
তাঁদের
বাড়ি
কচুয়া
উপজেলায়।
দুদিন
আগে
তিনি
ছেলেকে
হেফজ
বিভাগে
ভর্তি
করেন।
আজ
সকালে
এমন
খবর
পেয়ে
ঘটনাস্থলে
ছুটে
যান
তিনি।
ফায়ার
সার্ভিসের
সদস্যরা
তাঁর
সন্তানকে
সুস্থ
অবস্থায়
উদ্ধার
করায়
তিনি
কৃতজ্ঞতা
জানান।