০৭:২৫ অপরাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

যে ৮ কারণে ‘কলব’ কঠিন হয়ে যায়

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৩:০৭ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • 3

প্রকাশ্যে
গুনাহ
করলে
আরও
ক্ষতি।
নবীজি
(সা.)
বলেছেন,
“আমার
উম্মতের
সবাই
ক্ষমাপ্রাপ্ত,
কিন্তু
যারা
প্রকাশ্যে
গুনাহ
করে
(তারা
নয়)।”
(সহিহ
বুখারি,
হাদিস:
৬০৬৯;
সহিহ
মুসলিম,
হাদিস:
২৯৯০)

৪.
ধর্মীয়
জ্ঞান
না
থাকা।
“আল্লাহর
বান্দাদের
মধ্যে
যারা
আলেম,
তারাই
তাঁকে
ভয়
করে।”
(সুরা
ফাতির,
আয়াত:
২৮)

ধর্মীয়
জ্ঞান
না
থাকলে
হৃদয়
নরম
হয়
না।

৫.
খেয়াল-খুশির
পেছনে
ছোটা।
“তারা
যখন
সত্য
থেকে
বিচ্যুত
হয়,
আল্লাহ
তাদের
হৃদয়
বিচ্যুত
করে
দেন।”
(সুরা
সাফ,
আয়াত:
৫)

৬.
বিদআতি
বই
পড়া,
তাদের
সঙ্গ
গ্রহণ
করা।
ইমাম
শাফেয়ি
(রহ.)
বলেছেন,
“ইসলাম
নিয়ে
বাড়াবাড়ি
হৃদয়
কঠিন
করে,
শত্রুতা
বাড়ায়।”
(আল-উম্ম,
১/২৩৭,
দারুল
মা’রিফাহ,
বৈরুত,
১৯৯০)

৭.
‘মুবাহ’
জিনিসে
অতিরিক্ত
মগ্ন
হওয়া।
বেশি
খাওয়া,
বেশি
দেখা,
বেশি
হাসা—এসব
হৃদয়কে
ভারী
করে।
হাদিসে
আছে,
“অতিরিক্ত
হাসি
হৃদয়
মেরে
ফেলে।”
(তিরমিজি,
হাদিস:
২৩০৫)

৮.
হারাম
খাওয়া।
নবীজি
(সা.)
বলেছেন,
“এক
ব্যক্তি
ধুলোমাখা,
চুল
উসকোখুসকো,
দূর
ভ্রমণ
করে,
হাত
তুলে
বলে,
‘ইয়া
রব,
ইয়া
রব,’
কিন্তু
তার
খাবার
হারাম,
পোশাক
হারাম,
হারাম
দিয়ে
বেড়ে
উঠেছে
সে—তার
দোয়া
কীভাবে
কবুল
হবে?”
(সহিহ
মুসলিম,
হাদিস:
১০১৫)

হৃদয়
নরম
রাখার
উপায়
কী?
জিকির
করা,
কোরআন
পড়া,
তওবা
করা,
ফরজ
পালন
করা,
ধর্ম
শেখা,
সৎ
সঙ্গী
রাখা,
হারাম
থেকে
দূরে
থাকা।
আল্লাহ
আমাদের
হৃদয়
নরম
করুন,
জিকিরে
ভরিয়ে
দিন,
পাপ
থেকে
বাঁচান।
তিনি
দোয়া
শোনেন,
কবুল
করেন।

ট্যাগঃ

যে ৮ কারণে ‘কলব’ কঠিন হয়ে যায়

আপডেট সময়ঃ ১২:০৩:০৭ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫

প্রকাশ্যে
গুনাহ
করলে
আরও
ক্ষতি।
নবীজি
(সা.)
বলেছেন,
“আমার
উম্মতের
সবাই
ক্ষমাপ্রাপ্ত,
কিন্তু
যারা
প্রকাশ্যে
গুনাহ
করে
(তারা
নয়)।”
(সহিহ
বুখারি,
হাদিস:
৬০৬৯;
সহিহ
মুসলিম,
হাদিস:
২৯৯০)

৪.
ধর্মীয়
জ্ঞান
না
থাকা।
“আল্লাহর
বান্দাদের
মধ্যে
যারা
আলেম,
তারাই
তাঁকে
ভয়
করে।”
(সুরা
ফাতির,
আয়াত:
২৮)

ধর্মীয়
জ্ঞান
না
থাকলে
হৃদয়
নরম
হয়
না।

৫.
খেয়াল-খুশির
পেছনে
ছোটা।
“তারা
যখন
সত্য
থেকে
বিচ্যুত
হয়,
আল্লাহ
তাদের
হৃদয়
বিচ্যুত
করে
দেন।”
(সুরা
সাফ,
আয়াত:
৫)

৬.
বিদআতি
বই
পড়া,
তাদের
সঙ্গ
গ্রহণ
করা।
ইমাম
শাফেয়ি
(রহ.)
বলেছেন,
“ইসলাম
নিয়ে
বাড়াবাড়ি
হৃদয়
কঠিন
করে,
শত্রুতা
বাড়ায়।”
(আল-উম্ম,
১/২৩৭,
দারুল
মা’রিফাহ,
বৈরুত,
১৯৯০)

৭.
‘মুবাহ’
জিনিসে
অতিরিক্ত
মগ্ন
হওয়া।
বেশি
খাওয়া,
বেশি
দেখা,
বেশি
হাসা—এসব
হৃদয়কে
ভারী
করে।
হাদিসে
আছে,
“অতিরিক্ত
হাসি
হৃদয়
মেরে
ফেলে।”
(তিরমিজি,
হাদিস:
২৩০৫)

৮.
হারাম
খাওয়া।
নবীজি
(সা.)
বলেছেন,
“এক
ব্যক্তি
ধুলোমাখা,
চুল
উসকোখুসকো,
দূর
ভ্রমণ
করে,
হাত
তুলে
বলে,
‘ইয়া
রব,
ইয়া
রব,’
কিন্তু
তার
খাবার
হারাম,
পোশাক
হারাম,
হারাম
দিয়ে
বেড়ে
উঠেছে
সে—তার
দোয়া
কীভাবে
কবুল
হবে?”
(সহিহ
মুসলিম,
হাদিস:
১০১৫)

হৃদয়
নরম
রাখার
উপায়
কী?
জিকির
করা,
কোরআন
পড়া,
তওবা
করা,
ফরজ
পালন
করা,
ধর্ম
শেখা,
সৎ
সঙ্গী
রাখা,
হারাম
থেকে
দূরে
থাকা।
আল্লাহ
আমাদের
হৃদয়
নরম
করুন,
জিকিরে
ভরিয়ে
দিন,
পাপ
থেকে
বাঁচান।
তিনি
দোয়া
শোনেন,
কবুল
করেন।