গুরুতর
আহত
অবস্থায়
দুজনকে
উদ্ধার
করে
মিটফোর্ড
হাসপাতালে
নেওয়া
হয়।
চিকিৎসাধীন
অবস্থায়
পারভেজ
রোববার
দিবাগত
রাত
দুইটার
দিকে
মারা
যান।
সজলকে
প্রাথমিক
চিকিৎসা
দেওয়া
হয়।
কামরাঙ্গীরচর
থানার
ভারপ্রাপ্ত
কর্মকর্তা
(ওসি)
আমিরুল
ইসলাম
প্রথম
আলোকে
বলেন,
ময়নাতদন্তের
জন্য
পারভেজের
মরদেহ
মিটফোর্ড
হাসপাতালের
মর্গে
পাঠানো
হয়েছে।
এ
ঘটনায়
জড়িতদের
গ্রেপ্তারে
অভিযান
চলছে।
নিহত
পারভেজ
বরিশালের
বন্দর
থানার
কাউয়ার
চর
গ্রামের
কাঞ্চন
খাঁর
ছেলে।
তিনি
কামরাঙ্গীরচরের
হুজুরপাড়া
এলাকায়
থাকতেন।
এডমিন 










