ইউরোপজুড়ে
অভিবাসনবিরোধী
মনোভাব
তীব্র
হয়ে
উঠছে।
গত
বছরে
অভিবাসনবিরোধী
মনোভাব
পোষণকারী
হাজারো
মানুষ
‘ওদের
দেশে
ফেরত
পাঠাও!’
স্লোগান
দিয়ে
লন্ডনের
রাস্তায়
মিছিল
করেছে।
যুক্তরাজ্যের
এক
আইনপ্রণেতা
অভিযোগ
করেছেন,
তিনি
এখন
টেলিভিশনে
অশ্বেতাঙ্গ
মুখ
দেখছেন
বেশি।
দেশটির
শীর্ষ
পর্যায়ের
রাজনীতিবিদেরাও
অভিবাসীদের
দেশছাড়া
করার
পক্ষে
কথা
বলছেন।
যুক্তরাজ্য
ও
ইউরোপজুড়ে
অভিবাসী
ও
অভিবাসী–বংশোদ্ভূতদের
প্রকাশ্যভাবে
দানব
হিসেবে
উপস্থাপনের
প্রবণতা
ক্রমেই
তীব্র
হচ্ছে।
রাজনৈতিক
আলোচনার
কেন্দ্রে
অভিবাসন
উঠে
আসছে।
এ
বিষয়
নিয়ে
প্রচারে
থাকা
ডানপন্থী
দলগুলোর
জনপ্রিয়তাও
বাড়ছে।
ইউরোপের
কয়েকটি
দেশে
অভিবাসনকে
জাতীয়
পরিচয়ের
জন্য
হুমকি
হিসেবে
তুলে
ধরা
রাজনৈতিক
দলগুলো
জনমত
জরিপে
শীর্ষে
বা
শীর্ষের
কাছাকাছি
অবস্থান
করছে।
এসব
দলের
মধ্যে
রয়েছে
যুক্তরাজ্যের
রিফর্ম
ইউকে,
জার্মানির
অলায়েন্স
ফর
জার্মানি
ও
ফ্রান্সের
ন্যাশনাল
র্যালি।
এডমিন 













