জগন্নাথ
বিশ্ববিদ্যালয়
শাখা
ছাত্র
অধিকারের
সভাপতি
এ
কে
এম
রাকিব
বলেন,
‘অনেকেই
অনেকভাবে
নূরনবীর
জন্য
অর্থ
সংগ্রহ
করছে।
আমরা
ভিন্নভাবে
অর্থ
সংগ্রহের
চিন্তা
করলাম।
ফুলের
বিনিময়ে
অর্থ
সাহায্যের
বিষয়ে
শিক্ষার্থীদের
বেশ
সাড়া
পাচ্ছি।
শিক্ষক–শিক্ষার্থীরা
বেশ
আন্তরিকতা
দেখিয়েছেন।’
বিশ্ববিদ্যালয়ের
পক্ষ
থেকে
নূরনবীকে
সহায়তা
করা
হবে
কি
না—জানতে
চাইলে
ছাত্রকল্যাণ
দপ্তরের
পরিচালক
কে
এ
এম
রিফাত
হাসান
প্রথম
আলোকে
বলেন,
‘ছাত্রকল্যাণ
দপ্তর
থেকে
শিক্ষার্থীদের
জন্য
বিশেষ
কোনো
বরাদ্দ
নেই।
এখানে
যে
টাকা
বরাদ্দ
দেওয়া
হয়,
সেটা
শুধু
দাপ্তরিক
কাজে
খরচ
হয়।
এখন
নূরনবীর
চিকিৎসার
জন্য
বিশ্ববিদ্যালয়ে
কনসার্ট
আয়োজন
করতে
চেয়েছে
তার
সহপাঠীরা।
সে
ক্ষেত্রে
আমরা
সহযোগিতা
করব।’
এডমিন 














