জুলাই
ঘোষণাপত্রকে
গণতান্ত্রিক
রাষ্ট্র
বিনির্মাণের
সম্ভাব্য
সূচনা
উল্লেখ
করে
একে
স্বাগত
জানিয়েছে
জাতীয়
সমাজতান্ত্রিক
দল
(জেএসডি)।
দলটি
বলেছে,
জাতীয়
ঐকমত্য
গঠনের
লক্ষ্যে
ঘোষণাপত্রে
ব্যক্ত
আকাঙ্ক্ষাকে
জাতীয়
সনদে
রূপ
দিতে
হবে।
বুধবার
এক
বিবৃতিতে
জেএসডির
সভাপতি
আ
স
ম
আবদুর
রব
ও
সাধারণ
সম্পাদক
শহীদ
উদ্দিন
মাহমুদ
(স্বপন)
এসব
কথা
বলেন।
জেএসডির
এই
দুই
নেতা
বলেন,
ঘোষণাপত্রে
অতীতের
ব্যর্থতার
সঙ্গে
ভবিষ্যতের
রাষ্ট্রকাঠামোর
দিকনির্দেশনায়
শুধু
দলভিত্তিক
ক্ষমতা
নয়,
শ্রমজীবী,
কর্মজীবী,
পেশাজীবী,
নারী,
প্রবাসী
ও
প্রান্তিক
জনগোষ্ঠীর
অংশগ্রহণভিত্তিক
প্রাতিষ্ঠানিক
কাঠামো
প্রয়োজন।
এটাই
ঔপনিবেশিক
কাঠামোর
বিপরীতে
জুলাই
গণ-অভ্যুত্থানের
অভিপ্রায়
অনুযায়ী
অন্তর্ভুক্তিমূলক
কাঠামো।