‘ঐক্যবদ্ধ
নির্ভীক
জবিয়ান’
প্যানেলের
তিন
দাবি
হলো—
১.
জগন্নাথ
বিশ্ববিদ্যালয়
কেন্দ্রীয়
শিক্ষার্থী
সংসদ
নির্বাচনের
পূর্বনির্ধারিত
তারিখ
২২
ডিসেম্বর
কোনো
অবস্থাতেই
পেছানো
যাবে
না।
২.
বিশ্ববিদ্যালয়
প্রশাসন
ও
নির্বাচন
কমিশনকে
দ্রুত
প্রয়োজনীয়
প্রস্তুতি
গ্রহণ
করে
নির্ধারিত
তারিখেই
নির্বাচন
সম্পন্ন
করতে
হবে।
৩.
শিক্ষার্থীদের
গণতান্ত্রিক
অংশগ্রহণ
ও
উৎসবমুখর
পরিবেশ
বজায়
রাখতে
নির্বাচন
আয়োজনে
কোনো
ধরনের
বিলম্ব
বা
অনিশ্চয়তা
সৃষ্টি
করা
যাবে
না।
‘ঐক্যবদ্ধ
নির্ভীক
জবিয়ান’
প্যানেলের
সহসভাপতি
(ভিপি)
পদপ্রার্থী
এ
কে
এম
রাকিব
বলেন,
জগন্নাথ
বিশ্ববিদ্যালয়ের
প্রথম
ছাত্র
সংসদ
নির্বাচন
এটি।
একটি
অংশগ্রহণমূলক
নির্বাচন
নিশ্চিত
করার
জন্য
আগামী
২২
ডিসেম্বরই
নির্বাচনের
আয়োজন
করতে
হবে
কোনো
যদি–কিন্তু
ছাড়াই।
তফসিল
অনুযায়ী,
আগামী
৩
ডিসেম্বর
জকসু
নির্বাচনের
চূড়ান্ত
প্রার্থী
তালিকা
প্রকাশের
কথা
রয়েছে।
এরপর
৪
ডিসেম্বর,
৭
ডিসেম্বর
ও
৮
ডিসেম্বর
পর্যন্ত
মনোনয়নপত্র
প্রত্যাহার
করা
যাবে।
প্রত্যাহার
করা
প্রার্থী
তালিকা
প্রকাশিত
হবে
৯
ডিসেম্বর।
এরপর
১৯
ডিসেম্বর
পর্যন্ত
প্রার্থীরা
তাঁদের
নির্বাচনী
প্রচারণা
করবেন।
তফসিল
অনুযায়ী,
নির্বাচনের
দিনই
ভোট
গণনা
ও
২২-২৩
ডিসেম্বরের
মধ্যে
ফল
ঘোষণা
হবে।
এডমিন 














