ঘটনার
বর্ণনা
দিয়ে
ট্রলারচালক
সেরাজুল
ইসলাম
প্রথম
আলোকে
বলেন,
তাঁরা
দুপুর
১২টায়
সন্দ্বীপ
থেকে
রওনা
হয়েছিলেন।
ট্রলারে
২৪
যাত্রী
ছিলেন।
তখন
আকাশে
সামান্য
মেঘ
ছিল।
ট্রলার
ছাড়ার
আধা
ঘণ্টা
পর
দুই–এক
ফোঁটা
বৃষ্টি
হয়।
হঠাৎ
বিকট
শব্দে
বজ্রপাত
হলে
মুহূর্তেই
ট্রলার
থেকে
তিনজন
পানিতে
ছিটকে
পড়েন।
পরে
অন্য
যাত্রীদের
সহায়তায়
দুজন
ট্রলারে
উঠে
এলেও
রাসেলকে
পাওয়া
যায়নি।
সেরাজুল
ইসলাম
প্রথম
আলোকে
বলেন,
তাঁরা
ঘটনাস্থলেই
অপেক্ষা
করছেন।
ভাটায়
পানি
কমলে
নিখোঁজ
রাসেলের
খোঁজ
পাওয়া
যেতে
পারে
বলে
তাঁর
ধারণা।
এরই
মধ্যে
ট্রলার
নিয়ে
আশপাশে
চক্কর
দেওয়া
হয়েছে।
এডমিন 















