অবরোধকারীদের
দাবি,
দুই
লেনের
সড়কের
কারণে,
প্রায়ই
দীর্ঘ
যানজটে
পড়তে
হচ্ছে
তাঁদের।
এ
ছাড়া
কিছুদিন
পরপরই
সড়কে
দুর্ঘটনা
ঘটছে।
এতে
প্রাণও
যাচ্ছে।
এরপরও
সরকার
এই
সড়কের
দিকে
নজর
দিচ্ছে
না।
এ
কারণে
তাঁরা
অবরোধ
শুরু
করেছেন।
অবরোধকারীদের
একজন
লোহাগাড়ার
স্থানীয়
বাসিন্দা
তামিম
মির্জা
প্রথম
আলোকে
বলেন,
‘দ্রুত
চট্টগ্রাম-কক্সবাজার
মহাসড়ক
সংস্কার
করে
ছয়
লেন
করতে
হবে।
ফিটনেসহীন
গাড়ি
ও
লাইসেন্সবিহীন
চালকদের
বিরুদ্ধেও
ব্যবস্থা
নিতে
হবে।
নাইলে
মহাসড়কে
দুর্ঘটনার
কমবে
না।’
এডমিন 















