বিজয়ের
দিনে
পোশাকের
রং–নকশা
>
বিজয়ের
মাসে
পতাকার
লাল-সবুজ
রং
চলে
আসে
আমাদের
বসনে–ভূষণে।
আজ
বিজয়
দিবস,
লাল–সবুজের
নকশা
ফুটে
উঠুক
পোশাকে।
গত
দুই
দশকে
আমাদের
ফ্যাশনের
অবিচ্ছেদ্য
অংশ
হয়ে
দাঁড়িয়েছে
দিবসভিত্তিক
সাজপোশাক।
লাল–সবুজ
রং
পোশাকে
আসতে
পারে
নানাভাবে।
স্কার্ট
টপসে
গামছার
নকশা।
অনুষঙ্গেও
প্রকাশ
পেতে
পারে
বিজয়ের
রং।
লাল-সবুজ
একসঙ্গে
একটি
ভারসাম্যপূর্ণ
উৎসবমুখর
পরিবেশ
তৈরি
করে,
পরিধানকারীর
ভেতরে
জাগায়
উদ্যাপনের
অনুভূতি।
এডমিন 













