এ
বিষয়ে
জবানবন্দিতে
আরশাদ
হোসেন
বলেন,
বিভিন্ন
চিত্রের
অংশবিশেষ
কেটে,
এডিট
করা
একটা
ভিডিও
সামাজিক
যোগাযোগমাধ্যমে
প্রচার
করা
হয়।
জবানবন্দিতে
আরশাদ
হোসেন
আরও
বলেন,
গত
বছরের
৫
আগস্ট
তিনি
চানখাঁরপুলে
কোনো
অস্ত্র
ব্যবহার
করেননি।
কাউকে
গুলি
করেননি।
কাউকে
হত্যা
বা
আহত
করেননি।
কাউকে
গুলি
করার
নির্দেশ
দেননি।
কাউকে
গুলি
করার
ক্ষেত্রে
সহযোগিতা
করেননি।
আইন
অনুযায়ী
তিনি
দায়িত্ব
পালন
করেছেন।
আরশাদ
হোসেনের
পক্ষে
সোমবার
মো.
সোলাইমান
নামে
আরও
একজন
সাফাই
সাক্ষ্য
দিয়েছেন।
তিনি
ইসলামী
ছাত্র
আন্দোলনের
সঙ্গে
জড়িত।
জবানবন্দিতে
তিনি
বলেন,
গত
বছরের
৫
আগস্ট
বেলা
সাড়ে
১১টার
দিকে
তিনি
ঢাকা
মেডিকেলের
জরুরি
বিভাগের
বিপরীত
দিকে
আরশাদ
হোসেনকে
ওয়াকিটকি
হাতে
দেখতে
পান।
এডমিন 













