ইসরায়েলের
উত্তরাঞ্চলে
একটি
সামরিক
ঘাঁটিতে
দেশটির
এক
সেনা
আত্মহত্যা
করেছেন।
এ
নিয়ে
২০২৩
সালের
৭
অক্টোবর
ইসরায়েল
ফিলিস্তিনের
গাজায়
হামলা
শুরুর
পর
থেকে
দেশটির
৬১
জন
সেনাসদস্য
আত্মহত্যা
করলেন।
ইসরায়েলি
সংবাদমাধ্যম
হারেৎজ
এ
তথ্য
জানিয়েছে।
গত
মঙ্গলবার
সংবাদমাধ্যমটির
খবরে
বলা
হয়,
সবশেষ
আত্মহত্যা
করা
ওই
সেনা
ইসরায়েলি
বাহিনীর
একজন
সক্রিয়
সদস্য
ছিলেন।
তিনি
‘ট্র্যাকার’
হিসেবে
কাজ
করতেন।
মঙ্গলবার
তিনি
নিজের
ওপর
গুলি
চালান।
গুরুতর
আহত
অবস্থায়
হাসপাতালে
নেওয়া
হলে
এদিন
সন্ধ্যায়
তাঁকে
মৃত
ঘোষণা
করা
হয়।
এডমিন 











