জয়ের
জন্য
৯০
রানের
লক্ষ্যে
ব্যাট
করতে
নেমে
প্রথম
ওভারেই
ওপেনার
রিফাত
বেগকে
হারায়
বাংলাদেশ
অনূর্ধ্ব-১৯
দল।
তবে
তিনে
নামা
কালাম
সিদ্দিকীকে
নিয়ে
ধাক্কা
সামলে
নেন
আজিজুল
হাকিম।
কালাম
২০
রান
করে
দলীয়
৩৯
রানে
ফেরার
পর
আজিজুল
বাকি
পথ
পাড়ি
দিয়েছেন
রিজান
হোসেনকে
সঙ্গে
নিয়ে।
আজিজুল
৪৯
বলে
৬
চার
ও
১
ছয়ে
৪৭
রান
করে
অপরাজিত
থাকেন।
রিজান
২
চার
ও
১
ছয়ে
অপরাজিত
থাকেন
২১
রানে।
ত্রিদেশীয়
সিরিজে
এটি
জিম্বাবুয়ের
বিপক্ষে
বাংলাদেশের
দ্বিতীয়
জয়।
এখন
পর্যন্ত
মোট
চারটি
ম্যাচ
খেলেছেন
আজিজুলরা।
দক্ষিণ
আফ্রিকার
বিপক্ষে
দুটির
মধ্যে
একটিতে
জয়,
অপরটিতে
হার।
সব
মিলিয়ে
চার
ম্যাচে
৬
পয়েন্ট
নিয়ে
বাংলাদেশ
অনূর্ধ্ব-১৯
দল
পয়েন্ট
তালিকার
দ্বিতীয়
স্থানে।
৪
ম্যাচের
তিনটিতে
জিতে
৬
পয়েন্ট
দক্ষিণ
আফ্রিকারও।
জিম্বাবুয়ে
অনূর্ধ্ব-১৯
দল
হেরেছে
চার
ম্যাচের
সব
কটিতেই।
১০
আগস্ট
ফাইনালে
মুখোমুখি
হবে
বাংলাদেশ-দক্ষিণ
আফ্রিকা।
এর
আগে
আরও
দুটি
করে
ম্যাচ
বাকি
আছে
সব
দলের।
বাংলাদেশ
৬
আগস্ট
খেলবে
দক্ষিণ
আফ্রিকার
বিপক্ষে,
৮
আগস্ট
জিম্বাবুয়ের
বিপক্ষে।
এডমিন 







