রিট
আবেদনকারী
পক্ষ
জানায়,
বাগেরহাটে
চারটি
আসন
ছিল,
একটি
কমিয়ে
গাজীপুরে
একটি
আসন
বাড়ানো
হয়েছিল।
বাগেরহাট-৪
আসন
কেটে
দিয়ে
গাজীপুর-৬
আসন
করা
হয়েছিল।
এর
আগে
নির্বাচন
কমিশন
গত
৪
সেপ্টেম্বর
এ-সংক্রান্ত
চূড়ান্ত
গেজেট
প্রকাশ
করে।
এতে
চারটি
আসন
থেকে
একটি
কমিয়ে
বাগেরহাটকে
তিন
আসনে
ভাগ
করা
হয়।
এর
বৈধতা
চ্যালেঞ্জ
করে
রিট
করা
হয়।
প্রাথমিক
শুনানি
নিয়ে
গত
১৬
সেপ্টেম্বর
হাইকোর্ট
রুল
দেন।
চূড়ান্ত
শুনানি
শেষে
রুল
যথাযথ
(অ্যাবসলিউট)
ঘোষণা
করে
১০
নভেম্বর
রায়
দেওয়া
হয়।
এডমিন 









