০৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ১৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শিল্পচর্চার সঙ্গে যেন রাষ্ট্র থাকে

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
  • 0

বছরটা
আগাগোড়ায়
গ্রামে
কেটেছে,
গ্রামের
আলো-হাওয়ায়
গান
বেঁধেছি।
এর
মধ্যে
ঢাকায়
গিয়ে
শো
করেছি,
শো
শেষ
করেই
গ্রামের
পথ
ধরেছি।
বছর
দুয়েক
ঢাকায়
ছিলাম,
তবে
খাপ
খাওয়াতে
পারিনি।
ওই
রকম
পরিবেশে
বড়
হইনি।
পড়াশোনাও
করেছি
গ্রামের
মতো
একটা
পরিবেশ।
প্রকৃতির
সঙ্গে
মিশে
থাকাটা
অভ্যাসে
পরিণত
হয়েছে।
কাজের
সুবাদে
ঢাকায়
থাকাকালে
মনে
হয়েছিল,
আমি
কেন
জানি
‘লক’
হয়ে
যাচ্ছি।
বছরখানেক
আগে
গ্রামে
ফিরেছি।
গ্রামের
হাওয়া
খাই,
ঘুরিফিরি।
প্রকৃতির
মাঝে
মিশে
থাকার
চেষ্টা
করি।
তবে
কাজ
(শো)
থাকলে
ঢাকায়
যাই।
কয়েক
দিন
আগেও
উত্তরায়
একটি
শো
করলাম।
বছরজুড়ে
বেশ
কয়েকটি
শো
করেছি।
কয়েকটি
মৌলিক
গানও
প্রকাশিত
হয়েছে।
এর
মধ্যে
একটি
সিনেমার
গানও
আছে।

নয়া
মানুষ

সিনেমায়
মাশা
(ইসলাম)
আপুর
সঙ্গে
‘চাঁন্দের
বাড়ি’
গানটি
গেয়েছি,
এর
সুর
করেছেন
ইমন
দা
(চৌধুরী)।
স্টেজ
শো

মৌলিক
গান—সব
মিলিয়ে
বছরটা
কেটেছে।
সত্যি
বলতে,
গানে
আমার
যাত্রাটা
খুব
বেশি
দিনের
নয়।
সংগীতের
মহাসমুদ্রে
সবে
ঝাঁপ
দিলাম।
যতটুকু
আশা
করেছি,
সেই
অনুপাতে
বছরটা
ভালোই
ছিল।
কয়েকটি
হাজং
গান
করেছি;
আমিই
লিখেছি,
সুর
করেছি।
এর
মধ্যে
একটি
গান
দীপাবলিকে
কেন্দ্র
করে।
পাশাপাশি
কয়েকটি
রোমান্টিক
বাংলা
গানও
করেছি।
এসব
গানের
সংগীতায়োজন
করেছেন
অদিত
(রহমান)
দা,
শুভেন্দু
(দাস)
দা।
এর
বাইরে
কয়েকটি
রোমান্টিক
বাংলা
গান
আছে।
এই
বছর
একে
একে
গান
প্রকাশ
করব।

ট্যাগঃ

শিল্পচর্চার সঙ্গে যেন রাষ্ট্র থাকে

আপডেট সময়ঃ ১২:০০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬

বছরটা
আগাগোড়ায়
গ্রামে
কেটেছে,
গ্রামের
আলো-হাওয়ায়
গান
বেঁধেছি।
এর
মধ্যে
ঢাকায়
গিয়ে
শো
করেছি,
শো
শেষ
করেই
গ্রামের
পথ
ধরেছি।
বছর
দুয়েক
ঢাকায়
ছিলাম,
তবে
খাপ
খাওয়াতে
পারিনি।
ওই
রকম
পরিবেশে
বড়
হইনি।
পড়াশোনাও
করেছি
গ্রামের
মতো
একটা
পরিবেশ।
প্রকৃতির
সঙ্গে
মিশে
থাকাটা
অভ্যাসে
পরিণত
হয়েছে।
কাজের
সুবাদে
ঢাকায়
থাকাকালে
মনে
হয়েছিল,
আমি
কেন
জানি
‘লক’
হয়ে
যাচ্ছি।
বছরখানেক
আগে
গ্রামে
ফিরেছি।
গ্রামের
হাওয়া
খাই,
ঘুরিফিরি।
প্রকৃতির
মাঝে
মিশে
থাকার
চেষ্টা
করি।
তবে
কাজ
(শো)
থাকলে
ঢাকায়
যাই।
কয়েক
দিন
আগেও
উত্তরায়
একটি
শো
করলাম।
বছরজুড়ে
বেশ
কয়েকটি
শো
করেছি।
কয়েকটি
মৌলিক
গানও
প্রকাশিত
হয়েছে।
এর
মধ্যে
একটি
সিনেমার
গানও
আছে।

নয়া
মানুষ

সিনেমায়
মাশা
(ইসলাম)
আপুর
সঙ্গে
‘চাঁন্দের
বাড়ি’
গানটি
গেয়েছি,
এর
সুর
করেছেন
ইমন
দা
(চৌধুরী)।
স্টেজ
শো

মৌলিক
গান—সব
মিলিয়ে
বছরটা
কেটেছে।
সত্যি
বলতে,
গানে
আমার
যাত্রাটা
খুব
বেশি
দিনের
নয়।
সংগীতের
মহাসমুদ্রে
সবে
ঝাঁপ
দিলাম।
যতটুকু
আশা
করেছি,
সেই
অনুপাতে
বছরটা
ভালোই
ছিল।
কয়েকটি
হাজং
গান
করেছি;
আমিই
লিখেছি,
সুর
করেছি।
এর
মধ্যে
একটি
গান
দীপাবলিকে
কেন্দ্র
করে।
পাশাপাশি
কয়েকটি
রোমান্টিক
বাংলা
গানও
করেছি।
এসব
গানের
সংগীতায়োজন
করেছেন
অদিত
(রহমান)
দা,
শুভেন্দু
(দাস)
দা।
এর
বাইরে
কয়েকটি
রোমান্টিক
বাংলা
গান
আছে।
এই
বছর
একে
একে
গান
প্রকাশ
করব।