০৭:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ২০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

‘মুহূর্তেই সব শেষ’: হঠাৎ লাগা আগুনে সুইজারল্যান্ডের রিসোর্টে বিভীষিকা

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৪:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • 1

আগুন
এতটাই
আকস্মিকভাবে
ছড়িয়ে
পড়ে
যে
অনেকেই
প্রথমে
এটিকে
বিস্ফোরণ
ভেবে
ভুল
করেছিলেন।
প্রাণে
বাঁচার
জন্য
ভূগর্ভস্থ
কক্ষ
ছেড়ে
পালানোর
চেষ্টা
করেন।
তখন
পুরো
পানশালা
ভারী
হয়ে
ওঠে
মানুষের
চিৎকার

কান্নায়।
সরু
সিঁড়ি
দিয়ে
ওপরে
ওঠার
একটি
দরজার
দিকে
অনেকেই
ছুটে
যান।
অন্যরা
কালো

অস্বচ্ছ
হয়ে
যাওয়া
জানালাগুলো
ভেঙে
ফেলেন।

প্যারিস
থেকে
পানশালায়
এসেছিল
১৬
বছর
বয়সী
কিশোর
অ্যাক্সেল
ক্লেভিয়ার।
অ্যাসোসিয়েটেড
প্রেসকে
অ্যাক্সেল
বলে,
আগুনে
তার
দম
প্রায়
বন্ধ
হয়ে
আসছিল।
পরে
কাচের
দেয়াল
সরিয়ে
কোনোমতে
বের
হতে
পেরেছিল
সে।
পানশালার
বাইরে
থাকা
আরেকজন
বিবিসিকে
বলেন,
তিনি
এমন
অনেককে
দেখেছেন,
যাঁদের
পুরো
শরীর
দগ্ধ
হয়েছিল
আর
কোনো
পোশাক
অবশিষ্ট
ছিল
না।

সারা
রাত
ধরে
ফায়ার
সার্ভিস

পুলিশের
একের
পর
এক
গাড়ি
এবং
প্রায়
৪০টি
অ্যাম্বুলেন্স
ক্রান্স
মন্টানার
দিকে
ছুটে
যায়।
উদ্ধার
অভিযানে
প্রায়
১০টি
হেলিকপ্টারও
যোগ
দেয়।
আগুন
লাগার
খবর
ছড়িয়ে
পড়তেই
পানশালার
ভেতরে
থাকা
ব্যক্তিদের
মা–বা

অন্য
আত্মীয়স্বজনেরা
ঘটনাস্থলে
ছুটে
আসতে
থাকেন।

ক্রান্স
মন্টানা
এলাকার
বাসিন্দা
২১
বছর
বয়সী
স্যামুয়েল
র‍্যাপ।
রয়টার্সকে
তিনি
বলেন,
‘লোকজন
চিৎকার
করছিল।
অনেকে
মাটিতে
লুটিয়ে
পড়েছিল—সম্ভবত
মারা
গেছেন।
তাঁদের
মুখ
জ্যাকেট
দিয়ে
ঢাকা
ছিল।
র‍্যাপ
বলেন,
তিনি
এমন
ভিডিও
দেখেছেন
যেখানে
পানশালায়
থাকা
লোকজন
পালানোর
জন্য
একে
অপরকে
পদদলিত
করছিলেন।
চিৎকার
করে
সাহায্য
চাইছিলেন।

ট্যাগঃ

সহিংসতায় উসকানির মামলায় ইউটিউবার-সাংবাদিকসহ ৭ জনের ‘ডাবল’ যাবজ্জীবন কারাদণ্ড

‘মুহূর্তেই সব শেষ’: হঠাৎ লাগা আগুনে সুইজারল্যান্ডের রিসোর্টে বিভীষিকা

আপডেট সময়ঃ ১২:০৪:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬

আগুন
এতটাই
আকস্মিকভাবে
ছড়িয়ে
পড়ে
যে
অনেকেই
প্রথমে
এটিকে
বিস্ফোরণ
ভেবে
ভুল
করেছিলেন।
প্রাণে
বাঁচার
জন্য
ভূগর্ভস্থ
কক্ষ
ছেড়ে
পালানোর
চেষ্টা
করেন।
তখন
পুরো
পানশালা
ভারী
হয়ে
ওঠে
মানুষের
চিৎকার

কান্নায়।
সরু
সিঁড়ি
দিয়ে
ওপরে
ওঠার
একটি
দরজার
দিকে
অনেকেই
ছুটে
যান।
অন্যরা
কালো

অস্বচ্ছ
হয়ে
যাওয়া
জানালাগুলো
ভেঙে
ফেলেন।

প্যারিস
থেকে
পানশালায়
এসেছিল
১৬
বছর
বয়সী
কিশোর
অ্যাক্সেল
ক্লেভিয়ার।
অ্যাসোসিয়েটেড
প্রেসকে
অ্যাক্সেল
বলে,
আগুনে
তার
দম
প্রায়
বন্ধ
হয়ে
আসছিল।
পরে
কাচের
দেয়াল
সরিয়ে
কোনোমতে
বের
হতে
পেরেছিল
সে।
পানশালার
বাইরে
থাকা
আরেকজন
বিবিসিকে
বলেন,
তিনি
এমন
অনেককে
দেখেছেন,
যাঁদের
পুরো
শরীর
দগ্ধ
হয়েছিল
আর
কোনো
পোশাক
অবশিষ্ট
ছিল
না।

সারা
রাত
ধরে
ফায়ার
সার্ভিস

পুলিশের
একের
পর
এক
গাড়ি
এবং
প্রায়
৪০টি
অ্যাম্বুলেন্স
ক্রান্স
মন্টানার
দিকে
ছুটে
যায়।
উদ্ধার
অভিযানে
প্রায়
১০টি
হেলিকপ্টারও
যোগ
দেয়।
আগুন
লাগার
খবর
ছড়িয়ে
পড়তেই
পানশালার
ভেতরে
থাকা
ব্যক্তিদের
মা–বা

অন্য
আত্মীয়স্বজনেরা
ঘটনাস্থলে
ছুটে
আসতে
থাকেন।

ক্রান্স
মন্টানা
এলাকার
বাসিন্দা
২১
বছর
বয়সী
স্যামুয়েল
র‍্যাপ।
রয়টার্সকে
তিনি
বলেন,
‘লোকজন
চিৎকার
করছিল।
অনেকে
মাটিতে
লুটিয়ে
পড়েছিল—সম্ভবত
মারা
গেছেন।
তাঁদের
মুখ
জ্যাকেট
দিয়ে
ঢাকা
ছিল।
র‍্যাপ
বলেন,
তিনি
এমন
ভিডিও
দেখেছেন
যেখানে
পানশালায়
থাকা
লোকজন
পালানোর
জন্য
একে
অপরকে
পদদলিত
করছিলেন।
চিৎকার
করে
সাহায্য
চাইছিলেন।