কুষ্টিয়া
সদর
উপজেলায়
গ্রামীণ
ব্যাংকের
আঞ্চলিক
অফিসের
সাইনবোর্ডে
আগুন
দিয়েছে
দুর্বৃত্তরা।
আজ
রোববার
ভোরে
শহরের
পিটিআই
সড়ক
এলাকায়
এ
ঘটনা
ঘটে।
পুলিশ
ঘটনাস্থল
পরিদর্শন
করে
কোনো
ক্ষয়ক্ষতি
হয়নি
বলে
জানিয়েছে।
বিপ্লব
দাস
নামে
ব্যাংকের
এক
কর্মকর্তা
বলেন,
‘আমি
ব্যাংকের
ভেতরেই
ছিলাম।
রাত
১২টার
পর
ঘুমিয়ে
পড়ি।
এরপর
আর
কিছুই
টের
পাইনি।
সকালে
উঠে
দেখি,
অফিসের
সাইনবোর্ডে
আগুন
দেওয়া
হয়েছে।’
এডমিন 











