বিশ্ববিদ্যালয়
প্রশাসনের
ভূমিকার
সমালোচনা
করে
নাঈম
বলেন,
‘বিশ্ববিদ্যালয়ের
উচিত
ছিল
আমাদের
জন্য
ব্রেইল
ব্যালটের
ব্যবস্থা
করা।
আমি
প্রশাসনকে
জানিয়েছিলাম,
কিন্তু
তারা
তা
করতে
পারেনি।
এটা
তাদের
ব্যর্থতা।’
এদিকে
বিশ্ববিদ্যালয়ের
সত্যেন্দ্রনাথ
বসু
একাডেমিক
ভবনে
ভোট
দেন
ইমরান
হোসেন।
তিনি
শেরেবাংলা
ফজলুল
হক
হলে
স্বতন্ত্র
সাংস্কৃতিক
সম্পাদক
পদে
প্রতিদ্বন্দ্বিতা
করছেন।
তিনি
বলেন,
‘ভোটকেন্দ্রের
দায়িত্বে
থাকা
একজন
ব্যক্তির
সহযোগিতায়
নিজের
ভোট
দিই।
পরে
ওই
ব্যক্তি
জোরে
জোরে
প্রার্থীদের
নাম
বলেছেন।
আর
আমি
থামিয়ে
বলেছি,
এটা।
মূলকথা
অন্যজনের
বিশ্বাসের
ওপর
নির্ভর
করে
ভোট
দিতে
হয়েছে।’
এডমিন 









