মলিন্যুতে
ম্যাচ।
তবু
আজ
উলভারহ্যাম্পটনের
বিপক্ষে
নিরঙ্কুশ
ফেবারিটই
ছিল
ম্যানচেস্টার
সিটি।
ফুটবলের
তথ্য-উপাত্ত
নিয়ে
কাজ
করা
অপটা
প্রেডিকটরের
হিসেবে
শতকরা
৯৪
ভাগ
জয়ের
সম্ভাবনা
নিয়েই
মাঠে
নেমেছিল
পেপ
গার্দিওলার
সিটি।
ভবিষ্যদ্বাণী
মিলিয়ে
বড়
ব্যবধানেই
জিতেছে
সিটি।
উলভারহ্যাম্পটনকে
৪-০
গোলে
গুঁড়িয়ে
দিয়ে
প্রিমিয়ার
লিগের
নতুন
মৌসুম
শুরু
করেছে
সিটিজেনরা।
দুই
অর্ধে
দুটি
করে
গোল
করেছে
সিটি।
দুই
অর্ধেই
একটি
করে
গোল
পেয়েছেন
আর্লিং
হলান্ড।
সিটিতে
যোগ
দেওয়ার
পর
চার
মৌসুমেই
প্রথম
ম্যাচে
গোল
করার
ধারা
ধরে
রাখলেন
নরওয়েজীয়
স্ট্রাইকার।
সিটির
অন্য
দুটি
গোল
দুই
অভিষিক্ত
খেলোয়াড়
তিজানি
রেইন্ডার্স
ও
রায়ান
শেরকির।
এডমিন 







