ঢাকা
বিশ্ববিদ্যালয়ের
শিক্ষার্থী
রক্তবীজ
অর্ক
বলেন,
‘সন্ধ্যার
দিকে
টিএসসিতে
হাঁটতে
গিয়ে
হঠাৎ
দেখি
এক
লোক
মেয়েদের
দিকে
মোবাইল
তাক
করে
জুম
করে
ইনঅ্যাপ্রোপিয়েট
(অশোভন)
ভিডিও
করছে।
আশপাশে
উপস্থিত
শিক্ষার্থীরা
এ
বিষয়ে
জিজ্ঞাসা
করতেই
লোকটি
দৌড়
দিয়ে
সোজা
টিএসসির
ভেতরে
ঢুকে
পড়েন।
আমরাও
পেছনে
যেতে
চাই।
কিন্তু
পরে
দেখি,
সেখানে
গুপ্ত
সংগঠনের
কিছু
ছোট
ছোট
টিম
আমাদের
টিএসসির
ভেতর
ঢুকতে
দিচ্ছে
না।’
সামাজিক
যোগাযোগমাধ্যমে
অর্ক
লিখেন,
‘প্রায়
৪
ঘণ্টার
জিজ্ঞাসাবাদে
ওই
ব্যক্তি
মোট
৬
বার
নিজের
নাম
বদলায়,
৪টিরও
বেশি
ফেসবুক
আইডি
দেখায়।’
ছাত্রশিবিরের
কর্মীদের
বিরুদ্ধে
ওই
কলেজছাত্রকে
আড়াল
করার
অভিযোগ
তুলে
অর্ক
তাঁর
পোস্টে
আরও
লিখেন,
‘প্রক্টর
স্যার
ওই
ব্যক্তির
মেসেঞ্জারে
দেখলেন,
“ইসলামী
ছাত্রশিবির-
চৌমুহনী
কচুয়া”
গ্রুপে
সে
একেবারে
অ্যাকটিভ
সদস্য।
ঘটনাস্থলে
থাকা
ছাত্রশিবিরের
লোকজন
তাকে
আড়াল
করতে
গেল
কেন?’