জগন্নাথ
বিশ্ববিদ্যালয়
কেন্দ্রীয়
ছাত্র
সংসদ
(জকসু)
নির্বাচনের
পথরেখা
ঘোষণা
এবং
আবাসন
খাতে
সম্পূরক
বৃত্তির
দাবিতে
ষষ্ঠ
দিনের
দিনের
মতো
অবস্থান
কর্মসূচি
চালিয়েছেন
আন্দোলনকারী
শিক্ষার্থীরা।
এই
দুই
বিষয়ে
সুস্পষ্ট
ঘোষণা
না
আসা
পর্যন্ত
এ
কর্মসূচি
চালাবেন
তাঁরা।
বুধবার
বিশ্ববিদ্যালয়ের
প্রশাসনিক
ভবনের
নিচে
সকাল
থেকে
অবস্থান
নিয়ে
ষষ্ঠ
দিনের
মতো
কর্মসূচি
শুরু
করেন
শিক্ষার্থীরা।
বিকেল
সাড়ে
চারটা
পর্যন্ত
সেখানে
তাঁদের
এ
অবস্থান
চলে।
শিক্ষার্থীদের
দুই
দফা
দাবি
হচ্ছে,
শিক্ষার্থীদের
সম্পূরক
বৃত্তি
ঠিক
কবে
থেকে
কার্যকর
হবে,
তা
নিশ্চিত
করতে
হবে
এবং
জকসুর
নীতিমালা
অনুমোদন,
তফসিল
ঘোষণাসহ
নির্বাচনের
সুনির্দিষ্ট
পথরেখা
(রোডম্যাপ)
ঘোষণা
করতে
হবে।
আন্দোলনরত
শিক্ষার্থীরা
‘ভিসি
স্যার
জানেন
না
নাকি,
আমরা
এখানে
বসে
গেছি’,
‘করছি
করছি
বাদ
দাও,
কবে
হবে
বলে
দাও’,
‘জকসু
আমার
অধিকার,
রুখে
দেওয়ার
সাধ্য
কার’,
‘আবাসন
বৃত্তি
দিতে
হবে,
দিয়ে
দাও’সহ
বিভিন্ন
স্লোগান
দেন।
এডমিন 












