হোবার্টের
১৫৯
রানের
লক্ষ্যে
শুরুটা
দুর্দান্ত
করে
মেলবোর্ন।
প্রথম
৫
ওভারেই
কোনো
উইকেট
না
হারিয়ে
দলটি
তোলে
৪৪
রান।
রিশাদ
বোলিংয়ে
এসে
কিছুটা
চাপ
তৈরি
করেছিলেন।
তবে
স্টয়নিস
ও
কেল্যাওয়ের
ব্যাটিংয়ে
সেই
চাপ
কাটিয়ে
সহজ
জয়
পেয়েছে
মেলবোর্ন।
এই
জুটি
থেকে
এসেছে
৫১
বলে
অবিচ্ছিন্ন
১০১
রান।
স্টয়নিস
অপরাজিত
ছিলেন
৩১
বলে
৬২
রানে,
কেল্যাওয়ে
২৭
বলে
৪১
রানে।
মেলবোর্নে
টসে
হেরে
ব্যাটিং
করে
নেমে
রিশাদের
হোবার্ট
হারিকেনস
খুব
একটা
ভালো
শুরু
করতে
পারেনি।
ইনিংসের
প্রথম
৭
বলে
১০
রান
তুলতে
দলটি
হারায়
২
উইকেট।
দলীয়
৩৬
রানে
তৃতীয়
ব্যাটসম্যান
হিসেবে
ফেরেন
নিখিল
চৌধুরী।
চতুর্থ
উইকেটে
বেন
ম্যাকডারমট
ও
টিম
ডেভিড
৬১
বলে
৮৩
রানের
জুটি
গড়েন।
যদিও
ডেভিড
আজ
সেরা
ছন্দে
ছিলেন
না।
তিনি
৩১
বলে
৩১
রান
আউট
হলে
এই
জুটি
ভাঙে।
৫২
বলে
৬৯
রান
করেছেন
ম্যাকডারমট।
এই
দুটি
ইনিংসে
হোবার্ট
তোলে
১৫৮
রান।
রিশাদ
৩
বলে
৫
রান
করে
অপরাজিত
থাকেন।
এডমিন 











