ঢাকা
শহরের
বেশির
ভাগ
নামকরা
স্কুলে
পঞ্চম
শ্রেণিতে
যে
ইংরেজি
গ্রামার
শেখানোর
চেষ্টা
করা
হয়,
তা
ওই
শিক্ষার্থীদের
মাথায়
ধরার
কথা
না।
আবার
ষষ্ঠ
থেকে
অষ্টম
শ্রেণি
পর্যন্ত
এমন
সব
গ্রামার
শেখানো
হয়,
যা
তাদের
সঙ্গে
মানানসই
না।
ওসব
পড়া
যদি
তারা
বুঝত,
তাহলে
ইংরেজি
নিয়ে
বাংলাদেশে
কেন,
বিদেশেও
তাদের
আর
সমস্যায়
পড়তে
হতো
না।
গ্রামারের
কঠিন
বিষয়গুলো
সময়ের
আগেই
পড়ানোর
একটি
অনিবার্য
কারণ
হলো
শিক্ষার্থীদের
প্রাইভেটের
প্রতি
আকৃষ্ট
করা।
কোন
কোন
শিক্ষকের
কাছে
প্রাইভেট
পড়লে
স্কুলের
পরীক্ষায়
কোন
ধরনের
প্রশ্ন
আসতে
পারে,
সে
সম্পর্কে
সংশ্লিষ্ট
শিক্ষকেরা
ইঙ্গিত
দিয়ে
দেন।
এভাবে
নিচের
শ্রেণির
পড়াশোনা
কঠিন
করে
ফেলায়
অনেক
অভিভাবক
তাঁদের
সন্তানের
বয়স
দু-তিন
বছর
কমিয়ে
স্কুলে
ভর্তি
করেন।
বিভাগীয়
শহরে
বেশির
ভাগ
স্কুলে
বিজ্ঞান
শাখার
জন্য
কয়েকটি
সেকশন
থাকলেও
মানবিক
ও
ব্যবসায়
শিক্ষার
জন্য
মাত্র
একটি
করে
সেকশন
থাকে।
কোনো
কোনো
স্কুলে
আবার
মানবিক
বিভাগে
পড়ার
ব্যবস্থাই
নেই।
এডমিন 







