পৌর
কবরস্থানের
দায়িত্বে
থাকা
শাহাজাহান
মিয়াজী
জানান,
আজ
জোহরের
নামাজ
শেষে
তাঁর
কক্ষের
সামনে
একজন
অজ্ঞাতপরিচয়
ব্যক্তি
বাচ্চাটিকে
মৃত
বলে
বাক্সবন্দী
অবস্থায়
দাফনের
জন্য
রেখে
যান।
ওই
ব্যক্তির
বয়স
আনুমানিক
৩৫
বছর।
গায়ের
রং
কালো।
পড়নে
একটি
চেক
শার্ট
ছিল।
পরে
তাঁরা
বাচ্চাটিকে
দাফনের
জন্য
কবরস্থানের
ভেতরে
নিয়ে
যান।
সেখানে
দেখা
যায়,
সদ্য
জন্ম
নেওয়া
শিশুটি
জীবিত
রয়েছে।
এ
নিয়ে
ব্যাপক
চাঞ্চল্যের
সৃষ্টি
হলে
স্থানীয়
সাংবাদিকদের
সহযোগিতায়
শিশুটিকে
চাঁদপুরের
একটি
বেসরকারি
হাসপাতালে
নেওয়া
হয়।
চাঁদপুরের
ফেমাস
স্পেশালাইজড
হাসপাতাল
সূত্রে
জানা
গেছে,
শিশুটির
ওজন
৮০০
গ্রাম।
সেখানে
নবজাতকের
নিবিড়
পরিচর্যা
কেন্দ্রে
(এনআইসিইউ)
শিশুটিকে
রাখা
হয়েছে।
শিশুটির
সুস্থতার
জন্য
চিকিৎসা
চলছে।
এডমিন 















