পুলিশ
জানায়,
মঙ্গলবার
দুপুর
১২টার
দিকে
বন্দর
অফিসার্স
কলোনির
বাইরে
এক
চীনা
নাগরিকের
মোবাইল
ছিনতাইয়ের
সময়
স্থানীয়রা
দুজনকে
আটক
করেন।
তাঁরা
হলেন
মো.
আকাশ
(২৫)
ও
মো.
শাহাদাত
(২২)।
পিটুনি
দিয়ে
তাঁদের
পুলিশের
কাছে
সোপর্দ
করা
হয়।
ছিনতাইয়ের
শিকার
চীনা
নাগরিকের
পায়ে
ছুরিকাঘাত
করা
হয়।
পুলিশের
পক্ষ
থেকে
চীনা
নাগরিকের
নাম-পরিচয়
নিশ্চিত
করা
হয়নি।
আহত
আকাশকে
চিকিৎসার
জন্য
চট্টগ্রাম
মেডিকেল
কলেজ
হাসপাতালে
ভর্তি
করা
হয়।
সেখানে
তাঁর
সঙ্গে
এক
পুলিশ
সদস্য
ছিলেন।
রাতে
সেই
পুলিশ
সদস্যকে
ছুরিকাঘাত
করে
হাসপাতাল
থেকে
আকাশ
পালিয়ে
যান।
এডমিন 







