প্রথম
আলো
ও
দ্য
ডেইলি
স্টারের
কার্যালয়ে
হামলা,
ভাঙচুর,
লুটপাট
ও
অগ্নিসংযোগের
প্রতিবাদে
নোয়াখালীতে
মানববন্ধন
ও
প্রতিবাদ
সমাবেশ
হয়েছে।
আজ
মঙ্গলবার
দুপুরে
জেলার
সোনাইমুড়ী
উপজেলার
বাইপাস
সড়কে
পাশে
স্থানীয়
সাংবাদিকদের
উদ্যোগে
এ
কর্মসূচি
হয়।
এতে
খুলনার
ডুমুরিয়া
উপজেলার
সাংবাদিক
ইমদাদুল
হক
হত্যারও
প্রতিবাদ
করে
বিচার
চান
বক্তারা।
বক্তারা
সাংবাদিকদের
নিরাপত্তা
নিশ্চিত
করতে
সরকারকে
আহ্বান
জানান।
তাঁরা
বলেন,
দেশের
সাংবাদিকেরা
সবচেয়ে
বেশি
নিরাপত্তাহীনতায়
রয়েছেন।
‘মব’
সৃষ্টি
করে
গণমাধ্যমকর্মীদের
ওপর
হামলা
করা
হচ্ছে।
এডমিন 













