১১:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মেসিকে দেখে লজ্জায় কথা বলতে না পারা সেই ছেলেটিই এখন আর্জেন্টিনার ভবিষ্যৎ

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০০:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • 8

২০২৬
বিশ্বকাপে
খেলবেন,
নাকি
খেলবেন
না?

লিওনেল
মেসির
সামনে
বিশাল
এক
সিদ্ধান্ত।
বিশ্বকাপ
শুরু
হতে
আর
আট
মাস
বাকি,
অথচ
এখনো
কেউ
নিশ্চিত
করে
বলতে
পারে
না,
তিনি
আর্জেন্টিনার
জার্সিতে
শিরোপা
ধরে
রাখার
মিশনে
নামবেন
কি
না।
‘আমার
বয়স
যা,
তাতে
না
খেলাটাই
যৌক্তিক’,
গত
মাসে
টিওয়াইসি
স্পোর্টসকে
বলেছিলেন
৩৮
বছর
বয়সী
মেসি।

কিন্তু
মেসির
জীবনে
কখনো
কিছুই
তো
‘যৌক্তিক’ভাবে
ঘটেনি।

তিনি
ফুটবলের
এক
অলৌকিক
মানব।
ক্যারিয়ারের
শুরু
থেকে
এখন
পর্যন্ত
শারীরবিদ্যা

পদার্থবিজ্ঞানের
যাবতীয়
সূত্রকে
বুড়ো
আঙুল
দেখিয়ে
ফুটবল
খেলাকে
নিজের
মতো
বানিয়ে
নিয়েছেন।
খুব
বেশি
দূর
যাওয়ার
দরকার
নেই।
২০২২
সালে
কাতার
বিশ্বকাপেই
মেসি
যা
করেছেন,
সেটাও
সম্ভব
হওয়ার
কথা
নয়।
বয়স
তখন
৩৫,
তবু
তরুণদের
মতো
দৌড়েছেন,
ইওস্কো
গাভারদিওলের
মতো
তাঁর
হাঁটুর
বয়সী
ডিফেন্ডারকে
নাকানি-চুবানি
খাইয়ে
ছেড়েছেন,
গোলের
পর
গোল
করে
আর
করিয়ে
বিশ্বকাপের
সেরা
খেলোয়াড়
হয়েছেন,
আর্জেন্টিনাকে
বিশ্বকাপ
জিতিয়েছেন।
এর
কোনো
কিছুই
কোনো
সূত্র
মেনে
হয়নি।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

পুলিশ শটগান দিয়ে কাছ থেকে আবু সাঈদকে গুলি করে

মেসিকে দেখে লজ্জায় কথা বলতে না পারা সেই ছেলেটিই এখন আর্জেন্টিনার ভবিষ্যৎ

আপডেট সময়ঃ ১২:০০:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫

২০২৬
বিশ্বকাপে
খেলবেন,
নাকি
খেলবেন
না?

লিওনেল
মেসির
সামনে
বিশাল
এক
সিদ্ধান্ত।
বিশ্বকাপ
শুরু
হতে
আর
আট
মাস
বাকি,
অথচ
এখনো
কেউ
নিশ্চিত
করে
বলতে
পারে
না,
তিনি
আর্জেন্টিনার
জার্সিতে
শিরোপা
ধরে
রাখার
মিশনে
নামবেন
কি
না।
‘আমার
বয়স
যা,
তাতে
না
খেলাটাই
যৌক্তিক’,
গত
মাসে
টিওয়াইসি
স্পোর্টসকে
বলেছিলেন
৩৮
বছর
বয়সী
মেসি।

কিন্তু
মেসির
জীবনে
কখনো
কিছুই
তো
‘যৌক্তিক’ভাবে
ঘটেনি।

তিনি
ফুটবলের
এক
অলৌকিক
মানব।
ক্যারিয়ারের
শুরু
থেকে
এখন
পর্যন্ত
শারীরবিদ্যা

পদার্থবিজ্ঞানের
যাবতীয়
সূত্রকে
বুড়ো
আঙুল
দেখিয়ে
ফুটবল
খেলাকে
নিজের
মতো
বানিয়ে
নিয়েছেন।
খুব
বেশি
দূর
যাওয়ার
দরকার
নেই।
২০২২
সালে
কাতার
বিশ্বকাপেই
মেসি
যা
করেছেন,
সেটাও
সম্ভব
হওয়ার
কথা
নয়।
বয়স
তখন
৩৫,
তবু
তরুণদের
মতো
দৌড়েছেন,
ইওস্কো
গাভারদিওলের
মতো
তাঁর
হাঁটুর
বয়সী
ডিফেন্ডারকে
নাকানি-চুবানি
খাইয়ে
ছেড়েছেন,
গোলের
পর
গোল
করে
আর
করিয়ে
বিশ্বকাপের
সেরা
খেলোয়াড়
হয়েছেন,
আর্জেন্টিনাকে
বিশ্বকাপ
জিতিয়েছেন।
এর
কোনো
কিছুই
কোনো
সূত্র
মেনে
হয়নি।