কিন্তু
কংগ্রেস
সাংসদ
সুরেন্দ্র
রাজপুত
বলেন,
যদি
কেউ
মসজিদ,
মন্দির,
গুরুদুয়ারা
এবং
গির্জা
তৈরি
করেন,
তাহলে
এতে
বিতর্কের
কী
আছে?
কেন
এটিকে
বিতর্কের
বিষয়
করে
তোলা
হচ্ছে?
প্রতিটি
ধর্মের
নিজস্ব
উপাসনালয়
তৈরি
করার
অধিকার
রয়েছে।
অল
ইন্ডিয়া
ইমাম
অ্যাসোসিয়েশনের
সভাপতি
মাওলানা
সাজিদ
রশিদী
বিজেপির
সমালোচনায়
বলেন,
হয়তো
তারা
বুঝতে
পারে
না,
একবার
কোনো
স্থানে
মসজিদ
তৈরি
হয়ে
গেলে,
তা
চিরদিনের
জন্য
মসজিদই
থেকে
যায়।
ভারতে
বাবরি
মসজিদের
নামে
শত
শত
মসজিদ
তৈরি
হলেও
অযোধ্যার
মূল
বাবরি
মসজিদের
তাৎপর্য
কখনো
মুছে
ফেলা
যাবে
না।
এডমিন 
















