ওয়েবিনারে
সূচনা
বক্তব্য
দেন
টিজিআই–এর
নির্বাহী
পরিচালক
সাবহানাজ
রশীদ
দিয়া।
গত
বছরের
জুলাই
গণ–অভ্যুত্থানের
পর
থেকে
বাংলাদেশে
বেশ
কিছু
সংস্কার
হয়েছে
বলে
উল্লেখ
করেন
তিনি।
সাবহানাজ
রশীদ
বলেন,
‘আমরা
দেখেছি,
গুম
ও
বিচারবহির্ভূত
হত্যাকাণ্ডের
মতো
বিষয়গুলোর
ব্যাপারে
কিছু
উল্লেখযোগ্য
তদন্ত,
কমিশন
ও
প্রক্রিয়া
করা
হয়েছে।
কিন্তু
একই
সঙ্গে
আমরা
নির্বিচার
গ্রেপ্তার
হতেও
দেখেছি।’
টিজিআই–এর
নির্বাহী
পরিচালক
বলেন,
‘গত
কয়েক
মাসে
বাংলাদেশ
টেলিযোগাযোগ
নিয়ন্ত্রণ
আইন
সংশোধনের
প্রচেষ্টা
চালানো
হয়েছে।
অতীতে
আমাদের
বিশ্লেষণে
আমরা
দেখেছি,
এই
আইন
বাংলাদেশে
নজরদারির
সবচেয়ে
সহায়ক
এবং
একই
সঙ্গে
এটি
মতপ্রকাশের
স্বাধীনতার
জন্য
একটি
বড়
বাধা
হিসেবে
কাজ
করেছে।’
আলোচনায়
বাংলাদেশের
বর্তমান
সরকারের
পরিস্থিতি
ও
নিরাপত্তা
খাতের
বিষয়গুলো
নিয়ে
আইরিন
খান
বলেন,
‘আমাদের
একটি
অন্তর্বর্তী
সরকার
আছে,
যার
কর্তৃত্ব
সীমিত।
আমাদের
একটি
নিরাপত্তা
খাত
আছে;
এই
একটি
মাত্র
খাতে
অভ্যুত্থান
ও
পরিবর্তনের
কোনো
প্রভাব
পড়েনি।
তাই
এ
ধরনের
পরিস্থিতিতে
নিরাপত্তা
খাতে
সংস্কার
নিশ্চিত
করতে
আমরা
কী
করতে
পারি?’
এডমিন 















