০৫:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মাদারীপুরে বিএনপির মিছিলে ছাত্রলীগ নেতা ও তাঁর দুই ভাই, সবাইকে কুপিয়ে আহত

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:৩৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
  • 26

এদিকে
তিন
ভাইকে
কুপিয়ে
পালিয়ে
যাওয়ার
সময়
ধাওয়া
দিয়ে
একই
এলাকার
মামুন
ঢালীর
ছেলে
আবির
ঢালীকে
(২৬)
কুপিয়ে
আহত
করা
হয়েছে
বলে
পুলিশ
সূত্রে
জানা
গেছে।
বর্তমানে
আবির
ফরিদপুর
মেডিকেল
কলেজ
হাসপাতালে
ভর্তি
রয়েছেন।
মাদারীপুরের
অতিরিক্ত
পুলিশ
সুপার
জাহাঙ্গীর
আলম
জানান,
শ্রমিক
দল
নেতা
শাকিল
মুন্সি
হত্যাকাণ্ডের
জের
ধরে
এই
হামলা
হয়েছে
বলে
প্রাথমিকভাবে
ধারণা
করা
হচ্ছে।
এই
ঘটনায়
একজনকে
আটক
করা
হয়েছে।
এদিকে
লিখন
মুন্সির
লোকজন
আবির
ঢালী
নামে
একজনকে
কুপিয়ে
আহত
করেছে,
তাঁকে
ফরিদপুর
মেডিকেলে
নেওয়া
হয়েছে।
পাল্টাপাল্টি
হামলার
ঘটনায়
জড়িত
ব্যক্তিদের
ধরতে
পুলিশ
কাজ
করছে।
এলাকায়
অতিরিক্ত
পুলিশ
মোতায়েন
করা
হয়েছে।

প্রসঙ্গত,
গত
২৩
মার্চ
রাতে
মাদারীপুর
সদর
উপজেলার
‘নতুন
মাদারীপুর’
এলাকায়
সদর
উপজেলা
শ্রমিক
দলের
সভাপতি
(একাংশ)

নতুন
মাদারীপুর
এলাকার
মোফাজ্জেল
মুন্সির
ছেলে
শাকিল
মুন্সিকে
কুপিয়ে
হত্যা
করা
হয়।
এই
ঘটনায়
২৬
মার্চ
দুপুরে
নিহত
শাকিলের
বড়
ভাই
হাসান
মুন্সি
বাদী
হয়ে
সদর
মডেল
থানায়
৬৭
জনের
নামে
একটি
হত্যা
মামলা
করেন।
সেই
মামলায়
আসামি
করা
হয়
লিখন
মুন্সিকে।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

২৪ দিনের মধ্যে হাদি হত্যার বিচারসহ ইনকিলাব মঞ্চের ৪ দাবি

মাদারীপুরে বিএনপির মিছিলে ছাত্রলীগ নেতা ও তাঁর দুই ভাই, সবাইকে কুপিয়ে আহত

আপডেট সময়ঃ ১২:৩৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫

এদিকে
তিন
ভাইকে
কুপিয়ে
পালিয়ে
যাওয়ার
সময়
ধাওয়া
দিয়ে
একই
এলাকার
মামুন
ঢালীর
ছেলে
আবির
ঢালীকে
(২৬)
কুপিয়ে
আহত
করা
হয়েছে
বলে
পুলিশ
সূত্রে
জানা
গেছে।
বর্তমানে
আবির
ফরিদপুর
মেডিকেল
কলেজ
হাসপাতালে
ভর্তি
রয়েছেন।
মাদারীপুরের
অতিরিক্ত
পুলিশ
সুপার
জাহাঙ্গীর
আলম
জানান,
শ্রমিক
দল
নেতা
শাকিল
মুন্সি
হত্যাকাণ্ডের
জের
ধরে
এই
হামলা
হয়েছে
বলে
প্রাথমিকভাবে
ধারণা
করা
হচ্ছে।
এই
ঘটনায়
একজনকে
আটক
করা
হয়েছে।
এদিকে
লিখন
মুন্সির
লোকজন
আবির
ঢালী
নামে
একজনকে
কুপিয়ে
আহত
করেছে,
তাঁকে
ফরিদপুর
মেডিকেলে
নেওয়া
হয়েছে।
পাল্টাপাল্টি
হামলার
ঘটনায়
জড়িত
ব্যক্তিদের
ধরতে
পুলিশ
কাজ
করছে।
এলাকায়
অতিরিক্ত
পুলিশ
মোতায়েন
করা
হয়েছে।

প্রসঙ্গত,
গত
২৩
মার্চ
রাতে
মাদারীপুর
সদর
উপজেলার
‘নতুন
মাদারীপুর’
এলাকায়
সদর
উপজেলা
শ্রমিক
দলের
সভাপতি
(একাংশ)

নতুন
মাদারীপুর
এলাকার
মোফাজ্জেল
মুন্সির
ছেলে
শাকিল
মুন্সিকে
কুপিয়ে
হত্যা
করা
হয়।
এই
ঘটনায়
২৬
মার্চ
দুপুরে
নিহত
শাকিলের
বড়
ভাই
হাসান
মুন্সি
বাদী
হয়ে
সদর
মডেল
থানায়
৬৭
জনের
নামে
একটি
হত্যা
মামলা
করেন।
সেই
মামলায়
আসামি
করা
হয়
লিখন
মুন্সিকে।