ইসলামী
আন্দোলন
বাংলাদেশের
কর্মীদের
উদ্দেশে
দলটির
প্রধান
বলেন,
‘কোনো
সময়
আপনারা
ভাববেন
না
যে
এ
কেমন
দলে
আসলাম।
অন্য
দলে
গেলে
পকেটে
টাকা
ঢুকে
আর
এখানে
আমাদের
নিজেদের
পকেট
থেকে
বের
করতে
হয়।
ওরা
তো
টাকা
ঢোকায়
আর
পাঁচ
বছর
পর্যন্ত
তোমারে-আমারে
কষ্ট
দেবে।
তোমাকে-আমাকে
ব্যবহার
করে
চাঁদাবাজি
করবে,
টেন্ডারবাজি
করবে।’
খুলনা-৩
আসনে
হাতপাখার
প্রাথমিক
মনোনীত
প্রার্থী
মাওলানা
আবদুল
আউয়াল
সম্পর্কে
দলটির
আমির
বলেন,
‘হিন্দু,
খ্রিষ্টান
আর
অন্য
দলের
লোক
বলেন,
সবাই
অধীর
আগ্রহে
হাত
পাখায়
সিল
মারার
অপেক্ষা
করছে।
আমি
যতটুকু
তথ্য
পাই,
ইসলামী
আন্দোলনের
ব্যাপারে
মানুষের
আন্তরিকতা
বেশি।
খরগোশ
ও
কচ্ছপের
গল্প
আপনাদের
মনে
রাখতে
হবে।
কাউকে
ছোট
মনে
করা
যাবে
না।
বিজয়ের
ফল
আমাদের
ঘরে
না
আসা
পর্যন্ত
আমরা
বিরামহীনভাবে
কার্যক্রম
পরিচালনা
করব।’
এডমিন 


















