ওই
যাত্রার
কথাই
মনে
করিয়ে
দেন
হংকং
অধিনায়ক,
‘আমাদের
কয়েকজন
ভালো
খেলোয়াড়
আছে,
যারা
অনেক
পরিশ্রম
করেছে
এখানে
আসার
জন্য।
এভাবেই
আমরা
বাছাই
পেরিয়েছে।’
কিন্তু
এতটুকুই।
বাকি
সময়টা
কি
এক
চেয়ার
পরে
বসে
থাকা
রশিদ
খানের
দলের
বিপক্ষে
সন্ধ্যার
ম্যাচ
নিয়ে
চিন্তা
করেই
কাটিয়ে
দিয়েছেন
মুর্তজা!
তাঁকে
বা
পুরো
হংকং
দলকে
নিয়ে
যে
একটি
প্রশ্নও
করেননি
সাংবাদিকেরা!
ম্যাচের
দিন
এ
আয়োজনের
দায়টা
অবশ্য
এশিয়ান
ক্রিকেট
কাউন্সিলেরও
নয়।
তাহলে
কার?
শ্রীলঙ্কার
অধিনায়ক
চারিত
আসালাঙ্কার
কথাটাই
শুনে
নিন
আগে,
‘আমার
এখনো
খুব
ঘুম
পাচ্ছে…।’
জিম্বাবুয়েতে
সিরিজ
খেলে
আজই
দুবাইয়ে
এসে
পৌঁছেছে
তাঁর
দল।
সেটির
জন্যই
পুরো
আয়োজনকে
সরিয়ে
নিতে
হয়েছে
ম্যাচ
শুরুর
দিনে।
এডমিন 










