তুরস্কে
বৈঠক
শুক্রবার
তুরস্কের
পররাষ্ট্রমন্ত্রী
হাকান
ফিদান
আঙ্কারায়
এক
সংবাদ
সম্মেলনে
বলেছেন,
কয়েকটি
আরব
ও
মুসলিম
দেশের
পররাষ্ট্রমন্ত্রীরা
গাজা
যুদ্ধবিরতি
এবং
পরবর্তী
পদক্ষেপ
নিয়ে
আলোচনার
জন্য
আগামীকাল
সোমবার
ইস্তাম্বুলে
বৈঠকে
বসবেন।
বৈঠকে
গত
সেপ্টেম্বরে
নিউইয়র্কে
মার্কিন
প্রেসিডেন্ট
ডোনাল্ড
ট্রাম্পের
সঙ্গে
যেসব
কর্মকর্তা
অংশ
নিয়েছিলেন
তাঁরাও
থাকবেন।
যুদ্ধবিরতি
কতটা
সফল
হবে,
তা
নিয়ে
তুরস্কের
আশঙ্কা
রয়েছে
জানিয়ে
হাকান
ফিদান
বলেন,
সোমবারের
বৈঠকে
গাজা
টাস্কফোর্স
এবং
স্থিতিশীলতা
প্রতিষ্ঠার
জন্য
একটি
আন্তর্জাতিক
বাহিনী
গঠন
নিয়েও
আলোচনা
হবে।
গুরুত্বপূর্ণ
এই
বৈঠকে
কাতার,
সৌদি
আরব,
মিসর,
সংযুক্ত
আরব
আমিরাত,
জর্ডান,
পাকিস্তান
এবং
ইন্দোনেশিয়া
পররাষ্ট্রমন্ত্রীরা
অংশ
নেবেন
বলে
আশা
করা
হচ্ছে।
যুক্তরাজ্যভিত্তিক
কাউন্সিল
ফর
আরব-ব্রিটিশ
আন্ডারস্ট্যান্ডিংয়ের
পরিচালক
ক্রিস
ডয়েল
আল–জাজিরাকে
বলেন,
অংশগ্রহণকারীরা
যুদ্ধবিরতির
প্রথম
ধাপ
আরও
কঠোরভাবে
বাস্তবায়ন
নিয়ে
আলোচনা
করবেন
বলে
ধারণা
করা
হচ্ছে।
পাশাপাশি
পরবর্তী
ধাপগুলো
কীভাবে
বাস্তবায়ন
করা
যায়,
তা
নিয়েও
আলোচনা
হতে
পারে।
উত্তেজনা
ও
জাতিগত
নিধনের
মাত্রা
কমানো
যথেষ্ট
নয়
বরং
যথাযথ
যুদ্ধবিরতি
কার্যকর
হওয়া
উচিত।
এডমিন 












