নীতীন
গড়কড়ির
দুই
ছেলে,
নিখিল
গড়কড়ি
ও
সারঙ্গ
গড়কড়ি।
দুজনের
কেউই
বাবার
মতো
রাজনীতিতে
আসেননি।
দুজনেই
ব্যবসায়ী।
নিখিলের
সংস্থা
সিয়ান
অ্যাগ্রো
ইন্ডাস্ট্রিজ
ইনফ্রাস্ট্রাকচার
ইথানল
প্রস্তুতকারক
সংস্থা।
সারঙ্গের
সংস্থা
মানস
অ্যাগ্রো
ইন্ডাস্ট্রিজও
ইথানল
প্রস্তুত
করে।
কংগ্রেস
মুখপাত্র
পবন
খেরা
এই
তৃতীয়
বিষয়ই
বড়
করে
তুলে
ধরেছেন।
তাঁর
অভিযোগ,
পেট্রল–ডিজেলে
বাধ্যতামূলকভাবে
২০
শতাংশ
ইথানল
মেশানোর
সরকারি
সিদ্ধান্ত
ও
সে
জন্য
নীতীন
গড়কড়ির
সওয়াল
করাটা
স্বার্থের
সংঘাত।
ওই
সিদ্ধান্তের
ফলে
প্রতিশ্রুতি
অনুযায়ী
দেশে
পেট্রল–ডিজেলের
দাম
না
কমলেও
নীতীনের
দুই
পুত্রের
ব্যবসা
ফুলে–ফেঁপে
উঠেছে।
কতটা
লাভবান
তাঁরা
হয়েছেন,
পবন
খেরা
সেই
হিসাবও
দিয়েছেন।
তিনি
বলেছেন,
সিয়ান
অ্যাগ্রোর
আয়
২০২৪
সালের
জুন
মাসে
ছিল
১৮
কোটি।
এক
বছর
পর
২০২৫
সালের
জুনে,
তা
বেড়ে
হয়েছে
৫২৩
কোটি।
সংস্থার
শেয়ার
মূল্য
৩৭
দশমিক
৪৫
টাকা
থেকে
বেড়ে
হয়েছে
৬৩৮
টাকা!
খেরা
বলেছেন,
বিষয়টি
অবশ্যই
তদন্ত
করে
দেখা
দরকার।
তাঁর
অভিযোগ,
মহারাষ্ট্রের
আখচাষি
ও
চিনি
মিলের
সঙ্গে
হাত
মিলিয়ে
গড়কড়ি–পুত্রদের
সংস্থা
এই
বিপুল
মুনাফা
লুটছে।
এডমিন 









