এ
বিষয়ে
কথা
বলতে
বৈষম্যবিরোধী
ছাত্র
আন্দোলনের
জেলা
শাখার
সাধারণ
সম্পাদক
মাহদী
হাসানের
মুঠোফোন
নম্বরে
একাধিকবার
কল
করলেও
তিনি
সাড়া
দেননি।
নাম
প্রকাশ
না
করার
শর্তে
সংগঠনটির
এক
নেতা
বলেন,
এনামুল
হক
বৈষম্যবিরোধী
ছাত্র
আন্দোলনের
জেলা
শাখার
যুগ্ম
আহ্বায়ক
ছিলেন।
বিতর্কিত
কর্মকাণ্ডের
কারণে
দল
থেকে
কয়েক
মাস
আগে
তাঁকে
অব্যাহতি
দেওয়া
হয়।
তিনি
একই
অভিযোগে
কয়েক
মাস
আগে
কারাভোগও
করেছেন।
সদর
থানার
ভারপ্রাপ্ত
কর্মকর্তা
(ওসি)
মোশারফ
হোসেন
প্রথম
আলোকে
বলেন,
এ
ঘটনায়
ব্যবসায়ী
মোহাম্মদ
শেখ
জামাল
মিয়া
তিনজনের
বিরুদ্ধে
দ্রুত
বিচার
আইনে
মামলা
করেছেন।
পরে
ওই
মামলায়
গ্রেপ্তার
দেখিয়ে
আজ
বুধবার
আসামিদের
আদালতের
মাধ্যমে
কারাগারে
পাঠানো
হয়।
এডমিন 














