২০০৯
সাল
থেকে
আমার
মাইগ্রেন।
মারাত্মক
পর্যায়ের
মাইগ্রেন।
এর
মধ্যে
একটা
দিনও
মাইগ্রেনের
ওষুধ
ছাড়া
ছিলাম
না।
মাইগ্রেনের
সরাসরি
কোনো
ওষুধ
নেই।
অনেকে
টাফনিলের
মতো
মাথাব্যথার
ওধুধ
খান।
আমি
শুরু
থেকে
খেয়ে
এসেছি
স্ট্রেস,
অ্যাংজাইটি
কিংবা
ডিপ্রেশনের
ওষুধ।
যাঁদের
মাইগ্রেন
নাই,
আল্লাহর
কাছে
শুকরিয়া
আদায়
করুন।
‘আমার
মাইগ্রেন
আছে’—কথাটা
শুনলে
মনে
হয়
‘ফ্লেক্স
নিচ্ছে’
(ভাব
দেখানো)।
কিন্তু
বিশ্বাস
করেন,
তাঁদের
মতো
নরকযন্ত্রণা
আর
কারও
হয়
না।
মাইগ্রেনের
রোগীদের
ঘুম
খুব
জরুরি।
‘আইরনি’
হলো,
অনেক
মাইগ্রেন
রোগী
স্লিপ
ডিজঅর্ডারে
ভোগেন।
বিশ্বাস
করবেন
কি
না
জানি
না,
গত
৪
মাসে
আমার
৬
কেজি
ওজন
কমে
গেছে।
কেবল
এই
সময়ে
মাইগ্রেন
তীব্রভাবে
আবার
ফিরে
এসেছে
বলে।
মাইগ্রেনের
ব্যথা
উঠলে
আলো
ভালো
লাগে
না।
অনেকে
অন্ধকারে
স্বস্তি
পান।
আমার
অন্ধকারও
ভালো
লাগে
না।
একটু
স্ট্রং—এমন
কোনো
গন্ধই
সহ্য
হয়
না।
এডমিন 







