মালিক
সাইফের
সোজা
ব্যাটে
খেলার
কথা
বলছিলেন।
সেটাই
তাঁর
টেস্ট
টেকনিক।
টি–টোয়েন্টিতে
সেই
টেকনিকের
সঙ্গে
যোগ
হয়েছে
পাওয়ার
হিটিং।
গত
২৮
আগস্ট
বিসিবির
ফেসবুক
পেজে
প্রকাশিত
ভিডিওতে
দেখা
যায়,
কোচ
জুলিয়ান
উডের
অধীনে
অনুশীলন
করছেন
সাইফ।
সেখানেই
নিজের
রূপান্তরের
গল্প
বলেছিলেন,
‘আমি
আমার
ঘাটতিগুলো
নিয়ে
কাজ
করেছি।
লেগ
সাইডে
কিছু
শট
আয়ত্তের
চেষ্টা
করেছি।
স্পিন
বলে
রেঞ্জ
হিটিংটা
বাড়ানোর
চেষ্টা
করেছি।’
এখন
প্রশ্ন,
পাকিস্তানের
বোলিং
সাইফকে
কীভাবে
সামলাবে,
কিংবা
সাইফ
কীভাবে
সামলাবেন
পাকিস্তানের
বোলিং?
ওপেনার
হিসেবে
তাঁকে
নতুন
বলে
মুখোমুখি
হতে
হবে
শাহিন
আফ্রিদির।
প্রথম
ওভারে
উইকেট
নেওয়া
আফ্রিদির
অভ্যাস—২১
বার
করেছেন
এ
কাজ।
সাধারণত
ডানহাতিদের
বিপক্ষে
ভেতরে
ঢোকানো
বল
করেন,
এলবিডব্লু
বা
বোল্ডের
ফাঁদে
ফেলতে।
সঙ্গে
ইয়র্কারও
মারেন।
মালিকের
মতে,
সাইফ
যেহেতু
সামনের
পায়ের
খেলোয়াড়,
তাই
আফ্রিদির
বিপক্ষে
তাঁকে
সাবধান
হতে
হবে।
ব্যাকফুটে
খেললে
বল
খেলার
জন্য
সময়
পাওয়া
যায়,
ঝুঁকিও
কমে।
এডমিন 















