অভিশাপ
দিচ্ছি
স্নেহের
কাঙাল
হয়ে
ওরা
ঘুরবে
খ্যাপার
মতো
এপাড়া
ওপাড়া,
নিজেরই
সন্তান
প্রখর
ফিরিয়ে
নেবে
মুখ,
পারবে
না
চিনতে
কখনো;
অভিশাপ
দিচ্ছি
এতটুকু
আশ্রয়ের
জন্যে,
বিশ্রামের
কাছে
আত্মসমর্পণের
জন্যে
দ্বারে
দ্বারে
ঘুরবে
ওরা।
প্রেতায়িত
সেই
সব
মুখের
ওপর
দ্রুত
বন্ধ
হয়ে
যাবে
পৃথিবীর
প্রতিটি
কপাট।
অভিশাপ
দিচ্ছি,
অভিশাপ
দিচ্ছি,
অভিশাপ
দিচ্ছি…
প্রথম
আলো,
২৬
মার্চ
২০১১,
পুনর্মুদ্রিত
এডমিন 













