মুক্তিযুদ্ধের
চেতনা
বিক্রির
মাধ্যমে
দেশের
মানুষের
মধ্যে
বিভক্তি
সৃষ্টি
করা
হয়েছে
উল্লেখ
করে
বিএনপির
স্থায়ী
কমিটির
সদস্য
সালাহউদ্দিন
আহমদ
বলেন,
‘বাংলাদেশের
স্বাধীনতার
পক্ষে–বিপক্ষে
এই
বক্তব্য
দিয়ে
ঐক্যবদ্ধ
জাতিকে
বিভক্ত
করা
আমাদের
কাম্য
হতে
পারে
না।
আমরা
কেউই
স্বাধীনতার
৫৪
বছর
পর
এটা
কামনা
করতে
পারি
না।’
আজ
শনিবার
দুপুরে
রাজধানীর
সিরডাপ
মিলনায়তনে
এক
গোলটেবিল
বৈঠকে
প্রধান
অতিথির
বক্তব্যে
সালাহউদ্দিন
আহমদ
এ
কথা
বলেন।
‘বাংলাদেশের
প্রেক্ষাপটে
আদিবাসী,
ক্ষুদ্র
নৃ–গোষ্ঠী
প্রসঙ্গ
ও
জাতীয়
নিরাপত্তা
ভাবনা’
শীর্ষক
এই
বৈঠকের
আয়োজন
করে
পার্বত্য
চট্টগ্রামবিষয়ক
গবেষণা
সংস্থা
সিএইচটি
রিসার্চ
ফাউন্ডেশন।
বৈঠকে
সালাহউদ্দিন
আহমদ
বলেন,
‘বিভিন্ন
রাজনৈতিক
উদ্দেশ্যে
এই
জাতিকে
বিভক্ত
করার
মানসিকতা
দেখেছি।
এখানে
স্বাধীনতার
পক্ষ–বিপক্ষ
বলে
আমাদের
মধ্যে
বিভক্তি
সৃষ্টি
করা
হয়েছে
স্বাধীনতার
৫৪
বছর
পরও।
মুক্তিযুদ্ধের
চেতনার
কথা
বলে
যে
বাণিজ্য
হয়েছে,
রাজনীতিকরণ
হয়েছে,
রাজনৈতিকভাবে
বাণিজ্য
হয়েছে,
চেতনা
বিক্রি
করতে
করতে
যে
বিভক্তি
সৃষ্টি
করা
হয়েছে,
সেই
জায়গা
থেকে
আমাদের
বেরিয়ে
আসতে
হবে।’
এডমিন 











