আঁখি
আলমগীরের
এমন
পোস্টে
ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের
মধ্যে
চলছে
আলোচনা।
কেউ
কেউ
মনে
করছেন,
আঁখির
এই
ফেসবুক
পোস্টের
মাধ্যমে
নিজের
মানসিক
ক্লান্তি,
আশপাশের
মানুষের
ভণ্ডামি
ও
মিথ্যাচারের
প্রতি
বিরক্তি
প্রকাশ
করেছেন
তিনি।
ফেসবুক
পোস্টে
আঁখি
লিখেছেন,
‘আমি
খুব
রাগ
এবং
বিরক্ত।
রাগ;
কারণ,
আশপাশের
কিছু
মানুষের
নাটক
আর
অভিনয়
দেখে
ক্লান্ত।
কী
সুন্দর
সবাইকে
বোকা
ভেবে,
অতিরিক্ত
আত্মবিশ্বাসে
অন্ধ
হয়ে
তারা
কত
গল্প
ফাঁদে,
নাটক
করে,
অভিনয়
করে…মুক্তি
চাই
ভণ্ডামি
থেকে।
মুক্তি
চাই
এই
স্মেল
থেকে।
একটা
নীরব,
স্বাধীন,
শান্তিপূর্ণ
জীবন
চাই
এখন।’
০৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
‘বয়স বাড়ছে, বুঝে ফেলি কে মিথ্যা বলে’—ফেসবুকে আঁখি আলমগীর
-
এডমিন - আপডেট সময়ঃ ১২:০৩:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
- 6
ট্যাগঃ
জনপ্রিয় খবর













