বদিউল
আলম
মজুমদার
বলেন,
‘আমার
মনে
হয়,
আমাদের
যুদ্ধক্ষেত্রে
আপনাকে
(নারীর)
শত্রুকে
চিহ্নিত
করতে
হবে।
শত্রুকে
চিহ্নিত
করে
আক্রমণ
করতে
হবে।
আপনার
শত্রু
আপনার
সামনে,
কিন্তু
আপনি
যদি
আপনার
বন্দুক–কামান
অন্যদিকে
দাগান
তাহলে
কিন্তু
আপনি
(নারী)
জয়ী
হবেন
না।’
সংসদে
নারীদের
৫০
শতাংশের
প্রতিনিধিত্ব
থাকাটা
তাঁদের
অধিকার
উল্লেখ
করে
নির্বাচনব্যবস্থা
সংস্কার
কমিশনের
প্রধান
বলেন,
‘এখানে
একটা
বিপর্যয়
ঘটে
গেছে।
তো
এখন
আমাদের
মনে
হয়,
একটু
নির্মোহভাবে
বিশ্লেষণ
করা
দরকার,
আমাদের
একটু
নিজেদের
ভাবা
দরকার,
কী
ঘটল,
কেন
ঘটল?’
তিনি
বলেন,
এ
ক্ষেত্রে
পুরুষতন্ত্রের
জয়
হয়েছে।
পাশাপাশি
নারীর
অধিকার
প্রতিষ্ঠার
ক্ষেত্রে
অনেক
সময়
নারীরাও
বিরোধিতা
করেছেন।